আবহাওয়ার পূর্বাভাস মিলে যেত অক্ষরে অক্ষরে, এবার অবসরে সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

আবহাওয়া নিয়ে তাঁর পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে যেত। মৎসজীবী থেকে কৃষককে প্রাকৃতিক দুর্যোগ থেকে দিতেন আগাম সতর্ক বার্তা। তাঁর জমানায় দু’বার সেরা শিরোপা পেয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার কর্মজীবন থেকে এবার অবসর নিলেন পূর্বাঞ্চলীয় উপঅধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আর বিদায় বেলায় চার্লি চ্যাপলিন উদ্ধৃত করে বললেন, ‘আমি যদি আপনার খারাপ করতে চাই, প্রচুর ক্ষমতা বা পাওয়ার লাগে। কিন্তু ভালোবাসলে শুধু মন লাগে, পাওয়ার লাগে না’। ৭ বছর পূর্বাঞ্চলীর উপ অধিকর্তা দায়িত্ব সামলানোর পর অবসর নিলেন তিনি।

 

Previous articleমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রের প্রত্যেকদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক, নির্দেশ পর্ষদের
Next articleএজেন্ট রাজহাঁস! জেল থেকে পালাতে চাইলেই বাড়বে বিপদ