Bollywood: পাকাপাকি বিচ্ছেদের পথে মালাইকা- অর্জুন! 

স্পষ্ট করে কেউ কিছু না জানালেও মায়ানগরীতে কান পাতলেই শোনা যাচ্ছে, দূর.ত্ব বেড়েছে অর্জুন-মালাইকার(Arjun Kapoor and Malaika Arora)।

বছর শেষে মন ভাল নেই মালাইকা আরোরার (Malaika Arora)। আরবাজ খান (Arbaaz Khan) চলতি বছরই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছেন, কিন্তু তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকার দ্বিতীয় বিয়ে ঘিরে ধোঁয়াশা আরও গভীর হচ্ছে। এবার তো অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে সম্পর্কও সংকটের মুখে। তাহলে কি পাকাপাকিভাবে বিচ্ছেদের রাস্তাতেই হাঁটতে চলেছেন বলিউডের (Bollywood ) চর্চিত হট কাপল? অভিনেত্রীর কথাই সেই ইঙ্গিত মিলেছে বলেই বিটাউন সূত্রে খবর।

মেকআপ আর্টিস্ট সুরা খানের (Sura Khan) সঙ্গে মাত্র ৯ মাসের প্রেমেই বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেতা-প্রযোজক আরবাজ। কিন্তু ২০১৭ সাল থেকে অর্জুনের সঙ্গে সম্পর্কে থেকেও মালাইকা এখনও বিয়ের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারলেন না। কয়েক মাস আগেই শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে বেড়েছে দূরত্ব। সাময়িকভাবে ব্যাপারটা ধামাচাপা দেওয়া গেলেও ফাটল ক্রমশ চওড়া হয়েছে। সম্প্রতি মালাইকার কথায় ফের পাওয়া গেল বিচ্ছেদের আভাস। একটি রিয়ালিটি শো এর বিচারকের আসনে থাকা মালাইকাকে সরাসরি বিয়ের ব্যাপারে প্রশ্ন করেন ফারহা খান (Farha Khan)। মালাইকা এতটুকু সময় না নিয়ে, বেশ পরিষ্কার করে বলেন, যদি কেউ থাকে মানে যদি তাঁকে বিয়ের প্রস্তাব দেন তাহলে তিনি রাজি হয়ে যাবেন। ব্যাপারটা বেশ সিরিয়াস ভাবেই জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর থেকেই নেটপাড়ায় শুরু গুঞ্জন। তাহলে কি সত্যিই অর্জুনের সঙ্গে ব্রেক আপ হয়ে গেছে মালাইকার? স্পষ্ট করে কেউ কিছু না জানালেও মায়ানগরীতে কান পাতলেই শোনা যাচ্ছে, দূরত্ব বেড়েছে অর্জুন-মালাইকার(Arjun Kapoor and Malaika Arora)। নতুন বছরে দুজনে দুদিকে হাঁটবেন কী না সেটা সময় বলবে।