Monday, August 25, 2025

কংগ্রেসের ‘ভারত ন্যায় যাত্রা’ নিয়ে প্রস্তুতি তুঙ্গে, ৮৫ জেলা পেরোবেন রাহুল

Date:

এবার ১৪ জানুয়ারি থেকে শুরু হবে রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’। আর তারই রুট চূড়ান্ত করার জন্য আগামী ৪ জানুয়ারি বৈঠক ডেকেছে কংগ্রেস হাইকমান্ড।এই কর্মসূচির রুট, লোগো চূড়ান্ত করতেই এই বৈঠক হতে চলেছে বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।রাহুল গান্ধীর নেতৃত্বে ৬৭ দিনের এই যাত্রা ১৪ টি রাজ্যের মধ্য দিয়ে হবে। সেই অনুযায়ী কংগ্রেসের ১৪ জন রাজ্য সভাপতি এবং দলের সংসদীয় নেতাদের নিয়ে এই বৈঠক হতে চলেছে আগামি ৪ জানুয়ারি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, একই দিনে ‘ভারত ন্যায় যাত্রা’-র লোগোও প্রকাশ করা হবে।তবে যাত্রার রুট ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৮ জানুয়ারি।এই যাত্রার থিম সং প্রকাশিত হবে ১২ জানুয়ারি। যাত্রা শুরুর দুদিন আগে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারের যাত্রা ভারতজোড়ো যাত্রার মতো পুরো পথ পায়ে হেঁটে নয় বরং কয়েক কিলোমিটার হেঁটে বাকি যাত্রা বাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রাপথে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী। মনিপুর থেকে মুম্বাই, ভারতের পূর্ব থেকে পশ্চিমে মোট ৮৫ টি জেলার মধ্য দিয়ে যেতে সময় লাগবে মোট ৬৭দিন।

প্রায় এক বছর আগে, রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে ‘ভারত জোড়ো যাত্রা’ সম্পন্ন করেছিলেন। ১৩৬ দিনে তিনি পাড়ি দিয়েছিলেন ৪ হাজার কিলোমিটারের বেশি পথ । ভারত জোড়ো যাত্রার-ই দ্বিতীয় ভাগ এই ভারত ন্যায় যাত্রা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২০২৪ এ লোকসভা ভোটের আগে দ্বিতীয়বারের এই যাত্রা মণিপুর আবেগে শান দিয়েই রাহুল গান্ধী শুরু করবেন উত্তর-পূর্বের রাজ্য থেকে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version