Friday, May 23, 2025

গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ! মুহূর্তে জানা যাবে সব খুঁটিনাটি

Date:

Share post:

বাকি হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। জানুয়ারির ৮ তারিখ থেকেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশ থেকে প্রচুর তীর্থযাত্রী (Devotees) গঙ্গাসাগরের উদ্দেশ্যে ধীরে ধীরে রওনা দিয়েছেন। পাশাপাশি মেলার প্রস্তুতিও একেবারে শেষ পর্যায়ে। দিনকয়েক আগেই নবান্ন সভাঘরে প্রস্তুতি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী কী করতে হবে, সেবিষয়ে পুলিশ-প্রশাসনের কর্তাদের নির্দিষ্ট নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তীর্থযাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের।

এবার মেলায় এসে কোথায় কী মিলবে তা জানতে বেশি সময় অপেক্ষা করতে হবে না। আপৎকালীন পরিস্থিতিতে তীর্থযাত্রী কোথায় আছেন তা খুব সহজেই জানা যাবে এবং তাঁর আশেপাশে কোথায় কী আছে এক সেকেন্ডে জানা যাবে। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে তীর্থযাত্রীদের জন্য বিশেষ কিউআর কোড আনতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। কিউ আর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট তীর্থযাত্রীর বর্তমান অবস্থান, তাঁর আশপাশে থাকা স্বাস্থ্যকেন্দ্র, এটিএম-সহ বিভিন্ন বিষয় জানা যাবে।

প্রশাসন সূত্রে খবর, সাগর মেলায় কোথায় কী কী পরিষেবা পাওয়া যায়, তা পুণ্যার্থীদের অনেকেই জানেন না। পাশাপাশি কাছের কোনও মানুষ আচমকা হারিয়ে গেলে তাঁকে খিজে পেতে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। আর সেকারণেই যাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয় তার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, কিউআর কোডটি তা সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে। ফোন থেকে সেই কোড স্ক্যান করলেই যাবতীয় খুঁটিনাটি তথ্যা পেয়ে যাবেন তীর্থযাত্রীরা। সেক্ষেত্রে শৌচালয়, সহায়তা কেন্দ্র, থাকার জন্য সরকারি হোটেল বা লজ, স্থানীয় থানা, রেল স্টেশন, পার্কিং লট, গঙ্গাসাগর ও তার আশপাশের পর্যটন কেন্দ্রের তালিকা-সহ বিভিন্ন তথ্য হাতের মুঠোয় চলে আসবে পুণ্যার্থীদের। ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই মিলবে তথ্য, ফলে ভাষাগত কোনও সমস্যাও হবে না।

 

 

 

spot_img

Related articles

টোকিওতে অবহেলায় রাসবিহারীর সমাধি! দুঃখিত অভিষেক, ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ

পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল। রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা...

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...