নিস্তব্ধ রাতের অন্ধকারে একটা পাতা পড়লেও জেগে উঠবে ওরা। আর জেগে গেলেই চিল চিৎকার। তীব্র গলার সেই চিৎকারে ঘুম ভাঙবে কুম্ভকর্ণেরও। তাই ব্রাজিলে পুলিশের ভরসা এখন পিউ পিউ-এর নেতৃত্বে একদল রাজহাঁস।

ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশের আলকানতারা জেলের বাইরে দুই সারি উঁচু পাঁচিল রয়েছে। সিসিটিভি নজরদারি সহ ইলেক্ট্রনিক্স নজরদারির পরেও এতদিন কুকুরের নজরদারি রাখা ছিল। যাতে কোনও বন্দি কোনওভাবে পালাতে না পারে। এলাকার একেবারে প্রান্তে নির্জন এই জেলখানা থেকে বন্দি পালানোর নজির রয়েছে। কিন্তু এবার কুকুরের নজরদারি বদলে পুলিশ মোতায়েন করেছে একদল রাজহাঁসকে। পুলিশের দাবি তাতে না কি নজরদারি আরও ভালো হচ্ছে, আর সেই সঙ্গে বেঁচে যাচ্ছে অনেক খরচ।

আলকানতারার ওই এলাকায় বেশ কিছু বড় পুকুর থাকায় সেখানেই খেলে বেড়াতো এই রাজহাঁসগুলি। তাদের মধ্যে সর্দার গোছের পিউ পিউ-কে ডাকলেই মিলত কর্কশ গলায় তীব্র জবাব। আর সেই থেকেই তাদের দলটিকে পুলিশের কাজে মোতায়েনের পরিকল্পনা। আর তাতেই চাকরি গেল কুকুরের দলের। আপাতত জেলের বাইরের পাঁচিল আর ভিতরের পাঁচিলের মাঝের সাদা গালিচায় ঘাড় উঁচু করে দিব্বি চাকরি করছে রাজহাঁসের দল।
