টুলু পাম্পে জল ভরতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু যুবকের। পাম্পের সাহায্যে জল ভরার সময়ে আচমকা শর্ট সার্কিটের জেরে ছিটকে পড়েন ওই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সকাল ৮টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে জোড়াবাগান থানা এলাকার মহর্ষি দেবেন্দ্র রোডে। মৃতের নাম রাহুল দুবে (৩১)।

পুলিশ সূত্রে খবর, ওই যুবক ট্রান্সপোর্টে কাজ করতেন। বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এক মাস আগে মহর্ষি দেবেন্দ্র রোড এলাকায় ভাড়া আসেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বাড়ির ভিতরে পাইপ খারাপ। তাই রাস্তা থেকে জল ভরতে হয়। ঘটনার খবর পেয়ে, সিইএসসি আধিকারিকরাও আসেন ঘটনাস্থলে। আধিকারিকরা শর্ট সার্কিটের বিষয়টি খতিয়ে দেখেন। এই ঘটনায় স্থানীয়রা এলাকার কাউন্সিলর মিনাদেবী পুরোহিতের উদাসীনতাকে দায়ী করেছেন।
