Saturday, August 23, 2025

লালনের ইস্তফা, JDU-এর রাশ নিজের হাতে নিলেন নীতীশ

Date:

Share post:

বিহার রাজনীতিতে ফের বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জনতা দল ইউনাইটেডের রাশ নিজের কাঁধে নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব রঞ্জন সিং অর্থাৎ লালন সিংকে। সবমিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের বড় দায়িত্ব কাঁধে নিলেন নীতীশ।

শুক্রবার দিল্লিতে জেডিইউয়ের (JDU) জাতীয় কর্মসমিতির বৈঠকে নিজেই সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন লালন সিং। নীতীশের নির্দেশেই এই সিদ্ধান্ত নেন তিনি। তারপরই দলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা ফের সভাপতি পদে নীতীশের নাম প্রস্তাব করেন। এবং তিনিই সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হন। যদিও এই গোটা বিষয়টি পূর্বপরিকল্পিত বলে মনে করছে রাজনৈতিক মহল। সংশ্লিষ্ট মহলের দাবি, আসলে অতিরিক্ত লালুপ্রসাদ যাদব প্রীতি দেখাচ্ছিলেন লালন সিং। তাতে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন নীতীশ। এদিকে লালনের লালু প্রীতির জেরে লোকসভার (Lok Sabha) আগে আসনরফার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে আশঙ্কা ছিল তাঁর। এই অবস্থায় দলের রাশ তুলে নিলেন নিজের কাঁধে।

আসলে বিহারের মুখ্যমন্ত্রীর নজর এই মুহূর্তে দিল্লির কুরসিতে। সেকারণে দলের অন্দরে কোনওরকম বাধা বিপত্তি রাখতে চান না তিনি। রাজধানীতে সেই ইঙ্গিতও মিলেছে এদিন। দলের বৈঠকে বারবার স্লোগান উঠেছে, ‘দেশ কা প্রধানমন্ত্রী ক্যায়সা হো, নীতীশ কুমার জ্যায়সা হো।’ “প্রদেশ নে পেহেচানা হ্যায়, দেশ ভি পেহেচানেগা।” উদ্দেশ্য পরিষ্কার, নীতীশকেই ইন্ডিয়া (INDIA) জোটের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী রূপে তুলে ধরা।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...