Monday, November 3, 2025

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে শামির পরিবর্তে যোগ দিলেন এই ক্রিকেটার

Date:

মহম্মদ শামির পরিবর্ত ক্রিকেটার নিল ভারতীয় দল। আগামী ৩রা জানুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। তবে তার আগে এই টেস্টে ভারতের তারকা ফাস্ট বোলারের পরিবর্তে দলে আনা হল তরুণ পেসার আভেশ খানকে। চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলে নেই শামি।  শামির বদলি হিসাবে আভেশকে নেওয়া হয়েছে।

প্রথম টেস্টেই চোটে আক্রান্ত শামির পরিবর্তে দলে কেন আভেশকে আনা হল না? তা নিয়ে ক্রিকেট মহলে চলছে তর্ক-বিতর্ক। শোনা যাচ্ছে যে ভারতীয় ম্যানেজমেন্ট শার্দুল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণার উপর ভরসা রেখেছিল তবে প্রথম টেস্টে খুব ভালো বল করতে পারেননি শার্দুল-প্রসিদ্ধরা। সে কারণে দ্বিতীয় টেস্টে দলে যোগ দিচ্ছেন আভেশ। তরুণ এই পেসারের কাছে এই সুযোগ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে ইনিংস এবং ৩২ রানে হেরেছে ভারত। ব‍্যাট-বল দুই ক্ষেত্রেই হতাশ করেছে টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামিকে টেস্ট দলে রাখা হয়েছিল। তবে তিনি এই সিরিজের আগে সুস্থ হয়ে উঠতে পারেননি। সেই কারণে তাঁর দক্ষিণ আফ্রিকা যাওয়া হয়নি। প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে চার পেসার ছিলেন যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দূল ঠাকুর। দলে রয়েছেন মুকেশ কুমারও। দ্বিতীয় টেস্টে এই পাঁচ জনের সঙ্গে দলে থাকবেন আভেশও। ছ’জন পেসারের মধ্যে থেকে হয়তো চার জনকে বেছে নেবে ভারত।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারে হতাশ সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version