Monday, August 25, 2025

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল এক ছাত্র ও তাঁর স্কুলের প্রধানশিক্ষিকার ছবি। ভাইরাল (viral) সেই ছবি ছাত্রের বাবা-মায়ের কাছে পৌঁছাতেই বিপাকে প্রধানশিক্ষিকা (headmistress)। কর্ণাটকে চিক্কাবল্লাপুরা জেলার ওই অভিভাবকদের দাবি প্রধানশিক্ষিকা তাঁদের ছেলেকে খারাপ অভিসন্ধিতে চুমু খেয়েছেন। আর সেই ছবি ভাইরাল হয়ে পড়ায় পড়ুয়া ও তাঁর পরিবারের যে সম্মানহানি হয়েছে তা নিয়েই শিক্ষা দফতরের দ্বারস্থ হন তাঁরা। শিক্ষা দফতরের পক্ষ থেকে ও যথাযথ তদন্তের আশ্বাস দিয়ে সাসপেন্ড করা হয় প্রধানশিক্ষিকাকে।

কিন্তু কী ছিল সেই ছবিতে? রঙিন বাহারি শাড়িতে ৪২ বছরের প্রধান শিক্ষিকা। হলুদ পাঞ্জাবি ও জিন্সে স্কুল পড়ুয়া। বাগানের মধ্যে কখনও ছাত্র প্রধানশিক্ষিকার শাড়ির আঁচল তুলে ধরছে। কখনও সে শিক্ষিকার গালে, আবার কখনও শিক্ষিকা তাঁর গালে চুম্বন (kiss) করছে। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে ছাত্রের কোলে চড়েছেন খোদ প্রধানশিক্ষিকা। প্রতিটি ভঙ্গিতেই দুজনের রোম্যান্টিক মুড ধরা পড়েছে, প্রধান শিক্ষিকার হাতের ফুল যা আরও স্পষ্ট করছে।

অভিভাবকদের অভিযোগ পেয়েই শিক্ষা দফতরের আধিকারিকরা স্কুলে পৌঁছান তদন্ত করতে। ঘেঁটে দেখা হয় প্রধানশিক্ষিকার মোবাইল ফোনও। গত ২২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত স্কুলের পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে (educational tour) যান প্রধানশিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা। এই ছবি সেই সময়ই তোলা হয়। তবে ছবি তোলার সময় ওই দুজন ছাড়া একটি মাত্র ছাত্র সেখানে ছিল। আধিকারিকরা সেই পড়ুয়াকেও জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য প্রকাশ করার চেষ্টা চালাচ্ছেন। তবে সমস্যা হয়েছে ওই সময়ের মধ্যে বেশ কিছু ছবি যা প্রধানশিক্ষিকার ফোনে তোলা হয়েছিল, তা ডিলিট করা হয়েছে। সেই সব ছবিও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে শিক্ষা দফতর।

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version