Wednesday, November 5, 2025

‘ড্রাইভার অফ দ্য মান্থ’ ইনড্রাইভ-এর, যাত্রী পরিষেবাতেও পাশ চালকরা

Date:

Share post:

অতি পরিচিত সুপার মোবিলিটি অ্যাপ ইনড্রাইভ তাদের ‘ড্রাইভার অফ দ্য মান্থ’ ক্যাম্পেন বিজয়ীদের নাম ঘোষণা করেছে৷ সেই ক্যাম্পেনে যে তথ্য উঠে এসেছে তাতে যাত্রী পরিষেবা থেকে চালকদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার একটা আত্মবিশ্বাসী ছবি পেয়েছেন সংস্থার কর্তারা। তাঁদের দাবি তাঁদের ড্রাইভাররা প্রচারাভিযানের সময়কালে ৩০০ শতাংশেরও বেশি রাইড সম্পন্ন করেছে। ড্রাইভার রেজিস্ট্রেশন ৩৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সক্রিয় ড্রাইভার ৪১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই যে উদ্দেশ্য নিয়ে ক্যাম্পেন চালানো হয়েছিল তা এবার যথেষ্টই সফল।

ইনড্রাইভ হল একটি বিশ্বব্যাপী গতিশীলতা এবং শহুরে পরিষেবার প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-তে। রাইড-হেইলিং ছাড়াও, ইনড্রাইভ আন্তঃনগর পরিবহন, মালবাহী ডেলিভারি, টাস্ক অ্যাসিস্ট্যান্ট, কুরিয়ার ডেলিভারি সহ কর্মসংস্থান অনুসন্ধান করতেও সাহায্য় করে তাঁরা। ইনড্রাইভ ৪৮টি দেশে ৭১০টিরও বেশি শহরে কাজ করে। ‘ড্রাইভার অফ দ্য মান্থ’ ক্যাম্পেনটি ভারতের চারটি শহর জুড়ে পরিচালিত হয়েছিল। দিল্লি, মুম্বাই, পুনে এবং কলকাতার কার, অটো রিকশা এবং মোটো বিভাগে ৮০ হাজারেরও বেশি চালক অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে দিল্লি এনসিআর থেকে ৬০, মুম্বাই থেকে ৫০, কলকাতা থেকে ৪০ এবং পুনে থেকে ২০ জনেরও বেশি বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

“আমরা আমাদের বিজয়ীদের জন্য দিল্লি, মুম্বাই, পুনে এবং কলকাতা এই চারটি শহরে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করছি। আমরা বিভিন্ন শহরে আমাদের বিজয়ীদের জন্য ৯টি মোটরসাইকেল এবং ১৭০টি স্মার্টফোন উপহার দেব। এটা আমাদের ড্রাইভার অংশীদারদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি,” বলছেন ইনড্রাইভ-এর দক্ষিণ এশিয়ার ইনফ্লুয়েন্সার মার্কেটিং ম্যানেজার সাহিল সেটিয়া।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...