শুরুর আগেই ছন্দপতন কবিতা উৎসবের!

বাংলার সাহিত্য মহল কবিতা উৎসবকে (Kobita Utsab) ঘিরে তোলপাড়। নতুন বছরের গোড়াতেই আগামী ৪-৬ জানুয়ারি কবিতা উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু উৎসব কমিটির সিদ্ধান্ত ঘিরে বাংলার সাহিত্য মহলে (Literary circles of Bengal) অসন্তোষ তৈরি হয়েছে। সাহিত্যিকরা একই পর এক পোস্ট করে কবিতা উৎসব কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় কবিতা অ্যাকাডেমির সভাপতি তথা কবি সুবোধ সরকারকে (Subodh Sarkar)। কিন্তু ঠিক কী ঘটেছিল?

সুখের খবর কবিতা অ্যাকাডেমির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আবৃত্তিকার দম্পতিদের কোনও এক জন মানে স্বামী অথবা স্ত্রী একক পারফরম্যান্স করতে পারবেন। এবছরের উৎসবে দু’জনকে পারফর্ম করার অনুমতি দেওয়া হবে না। এরপরই এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন সাহিত্যিকরা। গোটা বিষয়টিকে ‘সিদ্ধান্ত’ নয় ‘ফতোয়া’ বলে আখ্যা দিচ্ছে কবি মহল। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি বেশ বিগড়েছে। শনিবার কবিতা অ্যাকাডেমির সভাপতি তথা কবি সুবোধ সরকার নিজে ফেসবুকে একটি পোস্ট করে সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। তিনি লেখেন ‘‘বিগত কয়েক বছর ধরে আবৃত্তি সমাজ থেকে আপত্তি উঠছিল যে, একই পরিবার থেকে একাধিক সদস্য কেন কবিতা উৎসবে অংশ নেবেন? স্বামী, স্ত্রী, ভাই বা বোন বা পুত্র-কন্যা সবাই কেন একসঙ্গে অংশ নেবেন? এ বার কমিটি সিদ্ধান্ত নেয়, স্বামী-স্ত্রীর যে কোনও এক জন অংশ নেবেন। তাঁদের সম্মেলক দল যদি মনোনীত হয়ে থাকে, সেই দলকে আলাদা ভাবে আমন্ত্রণ জানানো হবে। সেই দলের পরিচালক হিসেবে তাঁর নাম থাকবে।’’ কিন্তু পারিবারিক সম্পর্ক দিয়ে কি শিল্পের মানদন্ড বিচার করা যায়, প্রশ্ন তুলছেন অনেকে। সুবোধ জানিয়েছেন কাউকে বাদ দেওয়া হয়নি। সূচি প্রকাশ পেলে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখন বিতর্কের দ্বন্দ্ব কাটিয়ে কবিতার ছন্দে উৎসব প্রাঙ্গণের মেতে ওঠার অপেক্ষায় সাহিত্য প্রেমীরা।

Previous articleজোটের তৎপরতা তুঙ্গে, উত্তরপ্রদেশে তৃণমূলকে একটি আসন ছাড়তে রাজি অখিলেশ
Next articleদেশের ৯৭ কোটি মানুষ ভালো করে খেতে পান না! মোদিকে কটাক্ষ কুণালের