Tuesday, August 26, 2025

ফিরে দেখা ২০২৩: আন্দোলন থেকে রাজনীতি একঝলকে দেশে সাড়া ফেলে দেওয়া ঘটনাবলি

Date:

Share post:

ঘটনার ঘনঘটাকে সঙ্গী করে আরও একটা বছর পার করে ফেলল দেশ। নানাবিধ ঘটনাবহুল এই একটা বছরকে পিছনে ফেলে নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ২০২৩ এই গোটা একটা বছরের সঙ্গে জুড়ে রয়েছে দুঃখ, আনন্দ, হতাশার মতো সমস্ত রকম অভিব্যক্তি। এক ঝলকে ফিরে দেখা যাক দেশজুড়ে যে ঘটনা সাড়া ফেলে দিয়েছিল এই বছরে।

ভারতে কুস্তিগিরদের বিক্ষোভ
ভারতীয় কুস্তি ফেডারেশনের শীর্ষপদে থাকা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে হেনস্তা এবং শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ আনেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। দাবি ছিল, ব্রিজভূষণের অপসারণ এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ। তবে সরকার কোনও পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনের রাস্তায় হাঁটেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। ১৫ আগস্ট দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, সেদিন দিল্লির রাজপথে ফেলে নৃশংসভাবে বিক্ষোভরত কুস্তিগিরদের মারধর করে দিল্লি পুলিশ (Delhi Police)। গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল সেই ছবি। পরে একপ্রকার বাধ্য হয়ে ব্রিজভূষণ ফেডারেশন থেকে পদত্যাগ করেন। তবে বিজেপির ওই প্রভাবশালী নেতা সাংসদ পদ ছাড়েননি। এমনকী, কুস্তি ফেডারেশনের নির্বাচনে শেষপর্যন্ত জয়ী হয়েছেন ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ সঞ্জয় সিং।

আদানি ও হিন্ডেনবার্গ
মোদি জমানায় আদানি গোষ্ঠীর উত্থানে বড়সড় দুর্নীতির ইঙ্গিত দেয় হিন্ডেনবার্গ নামের এক সংস্থা। ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হু হু করতে পড়তে থাকে আদানিদের শেয়ারের দাম। হিন্ডেনবার্গের রিপোর্টেই বলা ছিল, এর জেরে আদানি গোষ্ঠীর ৮৫ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত সেই পূর্বাভাস মিলেও যায়। আদানি গোষ্ঠীর নথিভুক্ত সাতটি কোম্পানির মধ্যে সবচেয়ে বড় সংস্থা আদানি টোটাল গ্যাস লিমিটেডের ৮৫ শতাংশ সম্পদ রাতারাতি উবে যায় বাজার থেকে। এই নিয়ে শুরু হয় রাজনীতিও। মোদি-আদানি আঁতাঁতের অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভ শুরু করে বিরোধীরা।

চিনকে ছাপিয়ে জনসংখ্যায় প্রথম ভারত
আনুষ্ঠানিকভাবে চিনকে ছাড়িয়ে, বিশ্বের জনবহুল দেশ হিসেবে উঠে এল ভারত। রাষ্ট্রসংঘের দাবি অনুযায়ি, বর্তমানে চিনের জনসংখ্যা যেখানে ১৪২.৫৭ কোটি সেখানে ভারতের জনসংখ্যা ১৪২.৮৬ কোটি যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। জাতিসংঘের অনুমান অনুসারে, ভারতের জনসংখ্যা নিচের দিকে নামার আগে আগামী ৩ দশক ধরে তা আরও বাড়বে।

মণিপুর হিংসা
মণিপুরের সমতল অংশে বসবাসকারী মেইতি সম্প্রদায়কে আদিবাসী স্বীকৃতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। মেইতেইরা আদিবাসী স্বীকৃতি পেলে চিরাচরিত বসবাসের অঞ্চলে দখলদারি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তীব্র হয় কুকিদের মধ্যে। এই ইস্যুতেই ৩ মে থেকে ভয়ঙ্কর জাতিদাঙ্গা শুরু হয় মণিপুরে। ছোট্ট পাহাড়ি রাজ্যে নৃশংসতার একের পর এক ভিডিও দেখে শিউরে ওঠে গোটা দেশ। দুশোর কাছাকাছি মানুষ এই হিংসায় প্রাণ হারান, ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ।

নয়া সংসদ ভবন উদ্বোধন ও হানাদার
২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদের নতুন ভবনের উদ্বোধন করেন। লোকসভার স্পিকারের আসনের ঠিক পাশে ঐতিহাসিক রাজদণ্ড স্থাপন করেন মোদি। তবে শীতকালীন অধিবেশনে নতুন সংসদে প্রথমবার কাজ শুরু হতেই সংসদে স্মোক ক্যান নিয়ে ঢুকে পড়ে দুই অনুপ্রবেশকারী। সংসদ হামলার ২২ বছর পর একই দিনে ঘটে এই ঘটনা। ভরা অধিবেশনে সেই অতর্কিত হামলায় হুড়োহুড়ি শুরু হয়ে সাংসদদের মধ্যেই। যদিও সাংসদরাই হামলাকারীদের পাকড়াও করেন। দেশের গণতন্ত্রের পীঠস্থানে এই হামলা নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়ে যায়। শুরু হয় তদন্ত।

চন্দ্রযান ৩
২০২৩ সাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর কাছে এক গর্বের বছর। এই বছরই বিশ্বের দরবারে ইসরোর গুরুত্ব আরও বেড়েছে। বছরের সেরা সাফল্য ইসরোর তৈরি চন্দ্রযান-৩। ২৩ অগাস্ট তৈরি হয়েছিল এক নয়া ইতিহাস। এই দিনেই চার বছর আগে চন্দ্রযান-২ ব্যর্থতা মুছে ফেলে চাঁদের মাটিতে সফলভাবে পা রাখে চন্দ্রযান-৩। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই সাফল্য ভারতকে বিশ্বের অভিজাত ‘স্পেস ক্লাবে’ জায়গা করে দেয়। ২৩ অগাস্ট এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

জি ২০ শীর্ষ বৈঠক
নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ নেতাদের বৈঠক।

ইন্ডিয়া জোট
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে নজরে রেখে এবছর একজোট হয়েছে বিরোধী শিবির। অবিজেপি রাজনৈতিক দলগুলোর এই মহাজোটের নামকরণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বসম্মতিক্রমে এই জোটের নাম রাখা হয়, “ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স” বা INDIA।

রাহুলের প্রত্যাবর্তন
২০২৩-এর মার্চে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হয় ‘মোদি পদবি’ মামলায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় কর্নাটকের এক সভায় রাহুল গান্ধী বলেছিলেন,”নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি, সব চোরের পদবিই মোদি কেন?” সেই মন্তব্য গোটা ‘মোদি সমাজের অপমান’ বলে দাবি করে সুরাটের স্থানীয় আদালতে মামলা করেন বিজেপি বিধায়ক সুরেশ মোদি। দুবছরের সাজা হয় রাহুলের। সঙ্গে সঙ্গে বাতিল হয় সাংসদ পদও। বিস্তর বিতর্কের পর সুপ্রিম কোর্টের রায়ে সাংসদ পদ ফিরে পান রাহুল। পাশাপাশি বছর শেষে এসে ‘টাকার বদলে প্রশ্ন’ মামলায় সাংসদ পদ খুইয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।

উত্তরকাশীর সুড়ঙ্গে ধস

১২ নভেম্বর উত্তরকাশীর সিলকিয়ারা সুড়ঙ্গে কাজ চলাকালীন সুড়ঙ্গ ধসে ৪১ জন কর্মী আটকে পড়েন। তাঁদের উদ্ধারের চেষ্টায় একের পর এক অত্যাধুনিক বিদেশি যন্ত্র ব্যর্থ হওয়ার পর। ছেনি, হাতুড়ি নিয়ে শুরু হয় দেশীয় পদ্ধতিতে র্যাট হোল টানেল খননের কাজ। দীর্ঘ ১৭ দিন ধরে যমে-মানুষে টানাপড়েনের পর তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...