Wednesday, January 14, 2026

মোদি সরকারের ‘বিকাশ’ প্রকাশ্যে! কাজ হারানোর আ.শঙ্কা দেশের ৫৬ শতাংশ পরিবারের

Date:

Share post:

ফের প্রকাশ্যে মোদি সরকারের (Modi Govt) বিকাশের আসল ছবি। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো রিপোর্ট (Report)। যা সামনে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে, গত ৫ বছরে দেশের ৭০ শতাংশ পরিবারের বার্ষিক আয় (Annual Income) নিম্নমুখী। শুধু তাই নয়, দেশের ৫৬ শতাংশ পরিবারকে প্রতিদিনই কাজ হারানোর আশঙ্কা করতে হয়। চরম আর্থিক অনিশ্চয়তায় ভোগে সংশ্লিষ্ট পরিবারগুলি। সম্প্রতি রিসার্চ ট্রায়েঙ্গেল ইনস্টিটিউটের সাহায্যে সমীক্ষা চালায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। আর সেই সমীক্ষা চালাতে গিয়েই প্রকাশ্যে মোদি সরকারের ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর আসল ছবি।

উল্লেখ্য, রিসার্চ সংস্থাটি একযোগে দেশের ২০ রাজ্যের ১ হাজার ১৭০ জায়গায় ৩৫ হাজারের বেশি মানুষের মধ্যে সমীক্ষা চালায়। তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, দেশের ৬৫ শতাংশ পরিবারই আর্থিকভাবে দুর্বল। এমনকী দেশের ৭৭ শতাংশ মানুষের প্রতিমাসের রোজগার ৩৫ হাজার টাকার কম। এদিকে পরিবার পিছু আয়ের নিরিখে শীর্ষে রয়েছে কর্ণাটক। সংশ্লিষ্ট রাজ্যে পরিবারগুলির গড় আয় ৩৫ হাজার ৪১১ টাকা। তবে কোভিড পরবর্তী সময়ে মানুষের আর্থিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা।

তবে যেখানে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢালাও উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, সেখানে এই রিপোর্ট সামনে আসতেই চরম বিপাকে পড়েছে বিজেপি। সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে এই রিপোর্ট কিছুটা হলেও বিড়ম্বনায় ফেলল কেন্দ্রের শাসক দলকে। এছাড়াও মোদি সরকারের দাবি, ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের জায়গায় পৌঁছেছে ভারত। এমনকী শীঘ্রই জার্মানিকে টপকে ভারত চতুর্থ স্থানে পৌঁছবে বলেও দাবি করা হচ্ছে। এমন আবহে এই রিপোর্ট সামনে আসতেই মাথায় হাত দেশবাসীর।

 

 

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...