Thursday, November 6, 2025

ডিসেম্বরের শেষ, রবফের চাদরে ঢাকা সাইবেরিয়া (Syberia)। দৃশ্যমানতাও ক্রমশ কমতে থাকে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে। এই পরিস্থিতিতে হঠাৎই এয়ারপোর্ট ছেড়ে ধূ ধূ বরফের মধ্যে নামল একটা প্লেন। প্রাথমিকভাবে দেখলে মনে হবে সফলভাবে নামতে পারলে তো আর বিপদের কোনও আশঙ্কা নেই। কিন্তু যখন জানতে পারবেন যেখানে প্লেন দাঁড়িয়ে রয়েছে সেটি একটি নদী – যে কোনও সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে নদীর ওপরে জমে থাকা বরফের আস্তরণ! তখন আর নিশ্চিন্ত থাকা যায় না, থাকতে পারেওনি রাশিয়ার প্রশাসন।

বাইরে থেকে দেখলে শক্ত পুরু বরফের আস্তরণে ঢাকা কোলিমা নদী (Kolyma river)। বছরের এই সময়টা এরকমই থাকে কোলিমার চেহারা। কিন্তু সাইবেরিয়ার একটি গুরুত্বপূর্ণ ও বড় নদী এটি। এর ওপর রয়েছে দু দুটি ড্যাম ও হাইড্রোইলেক্ট্রক প্রজেক্ট। এর একটি ড্যাম পৃথিবীর শীতলতম এলাকার (permafrost region) মধ্যে সবথেকে বড় জলাধার। অর্থাৎ গরমের সময় ততটাই বেশি পরিমাণ জল থাকে এই নদীতে। এমনকি শীতকালেও জলের সঙ্গে বরফের চাঁই নিয়ে ড্যামে জমা করা কোলিমা।

বৃহস্পতিবার রাশিয়ার উত্তর-পূর্ব প্রান্তে সাইবেরিয়া প্রদেশের ওপর দিয়ে উড়ছিল পোলার এয়ারলাইন্স এএন-২৪। যাত্রী ছিল ৩০ জন। ইয়াকুশিয়া এলাকায় জাইরাঙ্কা বিমানবন্দরে (Zyryanka airport) তার নামার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে সরে গিয়ে প্লেন গিয়ে নামল সোজা কোলিমা নদীর ওপর। সাবধানে এয়ারক্রাফট থেকে নেমে আসেন যাত্রীরা। এই ঘটনার পরই তদন্ত শুরু করে রাশিয়ান তদন্তকারীরা। তাঁদের দাবি পাইলটের ভুলেই এভাবে নদীর ওপর নামে বিমানটি। তবে কীভাবে এত বড় ভুল হল, বা এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না গভীরভাবে তদন্তে রাশিয়া প্রশাসন।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version