Tuesday, August 12, 2025

বর্ষবরণের রাতে নিরাপত্তায় জোর: পার্কস্ট্রিটে অতিরিক্ত পুলিশ, মহানগর জুড়ে কড়া নজরদারি

Date:

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলা। বড়দিনের আগে থেকেই উৎসবে ভাসছে মহানগর। ক্রিসমাস ইভ ও বড়দিনের দিন পার্কস্ট্রিট (Park Street) জুড়ে ছিল জনজোয়ার। সেই কথা মাথায় রেখেই বর্ষবরণের রাতে সতর্ক প্রশাসন। লালবাজার সূত্রে খবর, ৩১ ডিসেম্বর রাতে প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন থাকবে পার্কস্ট্রিট (Park Street) অঞ্চলে।

বর্ষবরণে উৎসব নির্বিঘ্নে মেটাতে তৎপর পুলিশ প্রশাসন।
• রবিবার বিকেল থেকে পার্ক স্ট্রিটকে ৬টি সেক্টরে ভাগ করা হচ্ছে
• দায়িত্বে থাকছেন ১০ জন ডেপুটি কমিশনার পদ মর্যাদার পুলিশ আধিকারিক
• থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা
• লালবাজার তরফে প্রতিটি রাস্তায় চলবে নাকা চেকিং

প্রতি বছর রাত বারোটার নাগাদ বাইক আরোহীদের বেপরোয়া গতি নজরে পড়ে। সেই কারণে মল্লিক বাজার, নিউ মার্কেট, এজেসি বোস রোড, বউ বাজার এবং এক্সাইড মোড়ের মত বেশ কয়েকটি জায়গাতে নজরদারি বাড়ানো হচ্ছে।

বাইকের উপর নিয়ন্ত্রণ আনতে ইএম বাইপাসে আগের থেকে বেশি নজর রাখছে লালবাজার। ইভটিজিং-সহ নানা অপ্রীতিকর ঘটনা এড়াতে চলবে কড়া নজরদারি পুলিশ। পার্ক স্ট্রিটের উপর গাড়ি নিয়ন্ত্রণ করা হবে। তাছাড়া ওয়াকিং বে করা হবে। নজরে থাকবে রেস্টুরেন্ট ও পানশালায়। রবি ও সোমবার সকালে চিড়িয়াখানা, ময়দান, ভিক্টোরিয়া, গঙ্গার ঘাটগুলিতে থাকবে পুলিশি নজরদারি। ওয়াচ টাওয়ার ছাড়াও পার্ক স্ট্রিট এলাকার কয়েকটি বহুতল থেকে দূরবীন দিয়ে নজরদারি চালানো হবে।

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version