২০২৩ সালে ৭৫ মিলিয়ন বেড়েছে পৃথিবীর জনসংখ্যা! বলছে রিপোর্ট

দ্রুতগতিতে বেড়ে চলেছে পৃথিবীর জনসংখ্যা। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে ৭৫ মিলিয়ন। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮ বিলিয়নেরও বেশি। গত ২৮ ডিসেম্বর এমনই রিপোর্ট প্রকাশ্যে আনল মার্কিন সেন্সাস ব্যুরো।

মার্কিন রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের এক জানুয়ারি গোটা বিশ্বের জনসংখ্যা গিয়ে দাঁড়াবে ৮০১ কোটি ৯৮ লক্ষ ৭৬ হাজার ১৮৯। অর্থাৎ ২০২৩ সালে বিশ্বের জনসংখ্যা ০.৯৫ শতাংশ বৃদ্ধি হয়েছে সংখ্যার হিসেবে যা ৭ কোটি ৫১ লক্ষ ৬২ হাজার ৫১৪। মার্কিন সংস্থার তরফে আরো জানানো হয়েছে ২০২৪ সালের শুরুতে জনসংখ্যার হিসেবটা থাকবে কিছুটা এইরকম.. প্রতি সেকেন্ডে বিশ্বে জন্ম নেবে ৪.৩ জন এবং সেকেন্ডে পৃথিবীতে মৃত্যু হবে ২ জনের।

Previous articleবছরের শেষ দিনেও একাধিক লোকাল ট্রেন বাতিল পূর্ব রেলের
Next articleবর্ষবরণের রাতে নিরাপত্তায় জোর: পার্কস্ট্রিটে অতিরিক্ত পুলিশ, মহানগর জুড়ে কড়া নজরদারি