শুধু কেজরি নন, আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত গোটা AAP! চার্জশিট দেবে ED

আবগারি দুর্নীতি মামলায় (Excise Corruption Case) বড় আপডেট। এই প্রথম কোন দলের একজন বা দুজন নয়, পুরো দলকেই অভিযুক্ত করে বিস্ফোরক চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি (ED) । সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিনের মামলার রায়দানের আম আদমি পার্টির (AAP ) বিরুদ্ধে এই চার্জশিট পেশ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানো হয়েছে। দুর্নীতিতে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতা সহ সবমিলিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে ইডি। এরপর তদন্ত থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে যে আর্থিক তছরুপের অভিযোগে জাতীয় রাজনৈতিক দল আম আদমি পার্টি পুরোপুরি অভিযুক্ত। তবে দুর্নীতির কিংপিন স্বয়ং কেজরি, এমনটাই জানাচ্ছে তদন্তকারী সংস্থা। শুক্রবার ইডি-র সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে।গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। লোকসভা ভোটে প্রচারের জন্য তিনি জামিনে মুক্তি পাবেন কি না, শুক্রবারই সে বিষয়ে নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট (SC)।

 

Previous article“আমি দীনেশ দ্বিবেদী নই”, ব্যারাকপুর থেকে গুন্ডারাজ মুক্তের লক্ষ্যে অর্জুনকে হুঁশিয়ারি পার্থর
Next article“রামমন্দিরেই থেমে থাকব না”, ধর্মের রাজনীতিতে ফের শান অসম মুখ্যমন্ত্রী হিমন্তের