Saturday, November 8, 2025

দেশে বাড়ছে বেকারত্ব, রামমন্দির সাজাতে গুজরাট থেকে আসছে মোদি-যোগী ছাপ গোলাপ!

Date:

Share post:

একদিকে বেকারত্বের শীর্ষে গোটা দেশ। সেই সময়ই রামমন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে তত বাড়ছে এই ‘উৎসবে’ নতুন নতুন পাতা সংযোজন। বাড়ছে খরচের বোঝা। গোটা দেশের মানুষকে মন্দির উদ্বোধনে যুক্ত করতে বিভিন্ন এলাকার বিভিন্ন উদ্যোগকে তুলে ধরা হচ্ছে। এবার রামলালার দরবার সাজানোর জন্য বিশেষ গোলাপ আনা হচ্ছে গুজরাট থেকে। গোলাপের পাপড়িতে (rose petal) যেমন রামের ছবি আঁকা থাকবে, তেমনই থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। কার্যত মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে নিজের ও দলের প্রচারই যে লক্ষ্য নরেন্দ্র মোদির, এই ফুলও সেই প্রমাণই দিচ্ছে।

গুজরাটের এক ফুল ব্যবসায়ী বিশেষ লেসার প্রযুক্তিতে (laser technology) গোলাপের পাপড়িতে ফুটিয়ে তুলেছেন নানা ছবি। কোনও পাপড়িতে রামের ছবি। কোনওটিতে ছবির বদলে লেখা রামলালা। কোথাও রামমন্দিরের (RamMandir) ছবি। তবে মন্দির বা রামের বাইরে সেখানে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবিও। ব্যবসায়ীর এই ফুল দিয়ে সাজবে রামলালার দরবার। সেই দরবার সাজানোর অনুমতি দেয় রামমন্দির কমিটি। এমনকি নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র নিতে হয় রাজ্য প্রশাসনের কাছ থেকে।

ফুল ব্যবসায়ী অশোক ধনশালী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে দরবার সাজানোর জন্য অনুমতি দিয়েছেন। অর্থাৎ তিনি নিজেও দেখেছেন ফুলের পাপড়িতে কী ছবি রয়েছে। অশোকের দাবি বেশ কয়েক বছরের প্রচেষ্টায় ফুলের পাপড়িতে ছবি ফুটিয়ে তোলার প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করতে শুরু করেছে তারা। তাই এখনও বাজারে বাণিজ্যিকভাবে তার ব্যবহার শুরু হয়নি। রামমন্দিরেও বিনা পারিশ্রমিকেই সেই ফুল আসছে। বিনা ব্যয়ে রামমন্দির ঘিরে ভোটের প্রচারের একধাপ যদি এগিয়ে যাওয়া যায়, সেই লাভ কুড়াতেও থামছেন না উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার, তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...