Wednesday, August 20, 2025

বছর শেষে শহর জুড়ে নি.ন্দা পোস্টার! লোকসভা ভোটের আগে চরম অ.স্বস্তিতে সৌমিত্র

Date:

বিজেপি সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) বিরুদ্ধে বিষ্ণুপুর (Bishnupur) শহরে ছয়লাপ পোস্টার (Poster)। সেখানে যেমন লেখা ‘টিকিট বিক্রির কান্ডারি সৌমিত্র খাঁকে দূর হটাও’। কোনওটিতে আবার লেখা ‘বিষ্ণুপুরের জনগণ বিরোধী সৌমিত্র নিপাত যাক’। ‘১০ বছরের অবসান চাই, সৌমিত্র দালালের বিদায় চাই’। আর বছরের শেষদিনে এমন পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। তবে শুধু বিষ্ণুপুর শহরেই নয়, সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনেও এই পোস্টার দেখতে পাওয়া গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে এমন পোস্টারে রীতিমতো বিপাকে বঙ্গ বিজেপি।

তবে এখানেই শেষ নয়, জেলার একাধিক পঞ্চায়েত, বিধানসভা হাতছাড়া হয়েছে সাংসদ সৌমিত্রর জন্য এমনও অভিযোগ আনা হয়েছে পোস্টারে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও জানা যায়নি। পোস্টারে শুধু লেখা, বিষ্ণুপুরের শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত অনুশাসিত জনগণের তরফ থেকে এই পোস্টার। তৃণমূলের দাবি, এই পোস্টার প্রমাণ করছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছেছে। বিজেপি সাংসদ কাজ করেননি। তাই পোস্টারের মাধ্যমে বিজেপির নিচুতলার কর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন।

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ”যাঁরা এগুলো করছে তাঁদের উদ্দেশে বলি, বিজেপি বাংলায় ৩৫টা সিট পাবে। নিশ্চিন্তে থাকুন। ভারতবর্ষে রামমন্দির তৈরি হচ্ছে। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।

 

 

 

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version