Saturday, November 8, 2025

কেন্দ্রের পরিবহণ নীতির প্র.তিবাদ! জাতীয় সড়কে বি.ক্ষোভ ট্রাক চালকদের, পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে

Date:

কেন্দ্রের নয়া পরিবহণ (Transport) নীতির প্রতিবাদ! রবিবার বছরের শেষ দিনে ডানকুনিতে (Dankuni) জাতীয় সড়ক (National Highway) অবরোধ করে বিক্ষোভ ট্রাক চালকদের (Truck Drivers)। এদিন জাতীয় সড়কে টায়ার জ্বেলে বিক্ষোভ দেখান ট্রাক চালকরা। যার জেরে প্রায় দু’ঘণ্টা বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ বিক্ষোভকারীকে আটক করে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তার পরে জাতীয় সড়কে ফের স্বাভাবিক হয় যান চলাচল।

রবিবার বছরের শেষ দিন। আর সাধারনভাবেই এদিন বহু মানুষ ১৯ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বেড়াতে যাচ্ছিলেন। সেই সময় বিক্ষোভের কারণে সমস্যায় পড়েন বহু যাত্রী। তবে শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিত। যদিও তার আগে দীর্ঘসময় যান বন্ধ থাকার কারণে বিপাকে পড়েন বহু মানুষ। আটকে পড়ে অ্যাম্বুল্যান্সও।

উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতায় হিট অ্যান্ড রান মামলায় কড়া শাস্তির কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, পথ দুর্ঘটনায় কারও মৃত্যু হলে চালক যদি প্রশাসনকে না জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তাহলে তাঁর ১০ বছর জেল হবে। সঙ্গে পাঁচ লক্ষ টাকা জরিমানা। এই প্রস্তাব আইনে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আর সেই আইনের বিরুদ্ধেই ডানকুনিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্রাক চালকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এই আইন চালু হলে চালকদের সমস্যা বেশি। তাঁদের একাংশের আশঙ্কা, দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে ভর্তি করাতে গেলে জনরোষের শিকার হতে পারেন।

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version