নতুন বছরের প্রথম সকালেই মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ইসরো!

ভারতীয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই স্যাটেলাইট যে উল্লেখযোগ্য ভূমিকা নেবে সেই ব্যাপারে আশাবাদী বিজ্ঞানীরা।

তেইশের পাতা উল্টে ক্যালেন্ডারে ঝলমল করছে 2024। উৎসাহ, উন্মাদনা আর নতুন উদ্যোগে নববর্ষের পথ চলা শুরু হল। আর শুরুর দিনেই সুখবর! ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO পয়লা জানুয়ারি সকাল ৯টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে গুরুত্বপূর্ণ স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে। অর্থাৎ গত বছর চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এবং আদিত্য এল ওয়ানের (Aditya L1)সফল উৎক্ষেপণের পর আরও তৎপর ISRO।

দেশের প্রথম ‘এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট’ (X-ray Polarimeter Satellite) এক্সপোস্যাট লঞ্চ হতে চলেছে।পিএসএলভি-র পিঠে চেপে 2024 এর প্রথম সকালেই পৃথিবী ছেড়ে উপরের দিকে ছুটে যাবে এই স্যাটেলাইট। মহাকাশে এক্স-রে উৎস সন্ধান করা হবে এর মাধ্যমে। ব্ল্যাক হোলের উপস্থিতি, সন্ধান, উৎস ইত্যাদি নানা তথ্য জোগাড় করবে এক্সপোস্যাট, বলছেন মহাকাশ বিজ্ঞানীরা। এ ছাড়া ৫০টিরও বেশি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করার কথা এক্সপোস্যাটের। ভারতীয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই স্যাটেলাইট যে উল্লেখযোগ্য ভূমিকা নেবে সেই ব্যাপারে আশাবাদী বিজ্ঞানীরা।

Previous articleকোথাও লেজার শো, কোথাও রাশিয়ান নৃত্য! বর্ষবরণে চমক বাংলার
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ