Thursday, August 21, 2025

‘দমদম উৎসব’ সূচনায় ‘দুর্বাদলশ্যাম’ উল্লেখ করে বিজেপির রামরাজ্যকে কটাক্ষ ব্রাত্য বসুর

Date:

রাজ্যের সংস্কৃতির সঙ্গে তুলনা করে বিজেপির রামমন্দির প্রতিষ্ঠার নীতিকে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। দলের নাম না উল্লেখ করে বাংলায় ধর্মের ‘আফিম’ ঢুকিয়ে দেওয়া এবং তার মধ্যে দিয়ে ঈর্ষা ও বিদ্বেষ মানুষের মনে বাড়িয়ে দেওয়া নিয়ে কটাক্ষ করেন তিনি। দমদম উৎসবের উদ্বোধনে বাংলায় রামের চরিত্র কীভাবে বদলে যাচ্ছে বিজেপির রাম-তত্ত্ব প্রচারে, তা-ই ছবির মতো তুলে ধরেন।

শিক্ষামন্ত্রীর কথায় জীবনের সব ধরনের ঘটনা থেকে মুখ ফিরিয়ে রাখতে একটা আফিম দেওয়া হচ্ছে। আফিমের নাম ধর্ম। সেই আফিমের জেরে আমাদের মনের মধ্যে হিন্দু, খ্রীষ্টান আলাদা আলাদা কথাগুলো প্রতিষ্ঠা হচ্ছে। মানুষকে বিচার করতে হবে সেই আফিম নিয়ে তাঁরা ইতিহাসে পিছনের দিকে যাবেন, না সামনে এগোবেন।

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন আমরা কী আবার কৃপাণ হাতে বেরিয়ে পড়ব রাস্তায়? অথচ বাঙালির কাছে পরিচিত দুর্বাদলশ্যাম রাম, যিনি রামরাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেই রামরাজ্যে তখন কোনও সুশাসন থাকবে না। গরিবের দিকে তাকিয়ে থাকা হবে না। পড়ে থাকবে শুধু একটা আফিম যার নাম ধর্ম। তিনি প্রশ্ন তোলেন, ঈর্ষা এবং বিদ্বেষ দুটোই আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা তার প্রকাশ্যে উদযাপন ঘটাবো?

মানুষের শুভ চেতনার বিকাশ ঘটাতে সৃজনশীল পরিবেশনা নিয়ে প্রস্তুত দমদম উৎসব। উৎসবের মধ্যে দিয়েই মানুষের রিপুগুলি নিজের ভিতরে লুকিয়ে রাখার বার্তা দেন। শিক্ষামন্ত্রীর দমদম উৎসবের মতো উদ্যোগকে আরও প্রচার করার বার্তা দেন সাংসদ সৌগত রায়। উৎসবের দমদমে ধুমধাম নাম উল্লেখ করেই তিনি বলেন ব্রাত্য বসুর এই উদ্যোগ ধুমধাম শব্দের মতোই জোরে সর্বত্র ছড়িয়ে পড়ুক। পাশাপাশি দমদম হেরিটেজ ফেস্টিভ্যাল আয়োজন করার প্রস্তাব দেন তিনি ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version