Monday, November 10, 2025

রবিতে DYFI-এর ব্রিগেড সমাবেশ, ভোট কোথায়? প্রশ্ন তুলে তীব্র খোঁচা কুণালের

Date:

Share post:

পাকা মাথাদের দিয়ে রাজ্যে একের পর এক নির্বাচনে ভরাডুবি আটকানো যায়নি। এবার তাই তরুণ প্রজন্মকে সামনে ঠেলে ভোট বৈতরণী পার করতে চাইছে সিপিএম। রাজ্যজুড়ে ইনসাফ যাত্রার পরে ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ DYFI-এর। আর সেই সমাবেশের খরচের খতিয়ানও তাঁরা দেবেন বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানান সংগঠনের রাজ্য সম্পাদক মীণাক্ষি মুখোপাধ্যায় (Meenakshi Mukharjee)। তবে, বামেদের ব্রিগেড সম্মেলনকে “কাকের বাসায় কোকিলের ডিম” বলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদর কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সব রাজনৈতিক দলের নজর এখন লোকসভা নির্বাচনে। এবার যুব সংগঠনকে দিয়ে বড় সমাবেশ করতে চাইছে সিপিএম। রবিবার ব্রিগেড সমাবেশের প্রস্তুতি চরমে। শ্রমজীবী মানুষ উপার্জনের টাকায় সমাবেশ হচ্ছে বলে এদিন দাবি করেন মীণাক্ষি মুখোপাধ্যায় (Meenakshi Mukharjee)। রাজনৈতিক স্বচ্ছতা বজায় রেখেই আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন DYFI -এর রাজ্য সম্পাদক। এদিন অর্থ সাহায্যের জন্য কিউ আর কোডও প্রকাশ করলেন তিনি। বেলা ১২টায় শুরু হবে সমাবেশ। কোন কোন পথে ব্রিগেডে মিছিল যাবে এদিন সেটাও জানান মীণাক্ষি। বলেন, শহরের মোট ৭টি পয়েন্ট খিদিরপুর মোড়, পার্ক সার্কাস, হাওড়া, শিয়ালদহ, হাজরা মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রাল মেট্রো থেকে মিছিল যাবে ব্রিগেড সমাবেশে। অস্থায়ী কর্মীদের কাজের নিরাপত্তার দাবি জানানো হবে বলে জানান DYFI -এর রাজ্য সম্পাদক। ”কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন, এটা রুটি রুজির প্রশ্ন। আপনারা সবাই আসুন।”

সমাবেশ নিয়ে বামেদের তীব্র কটাক্ষ করছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এই রকম সমাবেশ আগেও বহু দেখেছি। মিছিল হয়েছে। ব্রিগেডের সভায় কিছু লোকও রয়েছে। কিন্তু তারপরে ভোটবাক্সে বামেরা শূন্য পেয়েছে। ব্রিগেডে সমাবেশ করে কী হবে? ভোট কোথায়? প্রশ্ন তোলেন কুণাল। খোঁচা দিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, এই সমাবেশ “কাকের বাসায় কোকিলের ডিম”-এর মতো। ব্রিগেডে লোক হচ্ছে। আর তারা বাড়ি ফিরে অন্য দলকে ভোট দিচ্ছে। ”ব্রিগেড চলো” বলে যাদের আনছে, তারা ফিরে কাদের ভোট দিচ্ছে- সেটা দেখতে হবে। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের কারণে তৃণমূলকে ভোট দিচ্ছেন। আবার কেউ কেউ বিজেপির দিকে ঝুঁকছেন। পোস্টার, মিছিল, ব্রিগেড হচ্ছে- কিন্তু সিপিএমের ভোট কোথায়!


spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...