Friday, November 7, 2025

রানওয়েতে অবতরণের সময় বিমানে আগুন, টোকিওর বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Date:

টোকিওর হানেদা বিমানবন্দরে বিধ্বংসী আগুন। রানওয়েতে জাপান (Japan) এয়ারলাইনের একটি বিমান অবতরণের সময়ই আগুন লেগে যায়। অন্য একটি বিমানে (Flight) ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায়। সেই আগুন ছড়ায় রানওয়েতেও। ৪০০জন যাত্রী নিয়ে অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে। একাধিক ফায়ার টেন্ডার আগুন নেভানোর কাজ চালাচ্ছে। যাত্রীদের নিরাপদের উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

জাপান এয়ারলাইন্স বিমান সংস্থা জানিয়েছে, হোক্কাইডোর নিউ চিটোস বিমানবন্দর থেকে টোকিয়োর হানেদা বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। তখনই ঘটে দুর্ঘটনা। হানেডা বিমানবন্দরে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে ধাক্কা লেগেই আগুন জ্বলেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, উপকূলরক্ষী বাহিনীর বিমানে ৬ জন ছিলেন। তার মধ্যে এক জনকে উদ্ধার করা হয়েছে বাকি ৫ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হল টোকিয়োর হানেডা বিমানবন্দর। সেখানে এই দুর্ঘটনা কী ভাবে ঘটল তা তদন্ত করা হচ্ছে। বলে জানানো হয়েছে। ঘটনার পরেই হানেডা বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ভূমিকম্পের জেরেও বিধ্বস্ত জাপান। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। জাপানের বেশ কয়েকটি উপকূলে সুনামি আছড়ে পড়েছে। ভূমিকম্পের জেরে ফুঁসে উঠেছে সমুদ্র। মৃত্যু হয়েছে ৩০ জনের। এরই মধ্যে টোকিও হানেদা বিমানবন্দরে আগুনের ঘটনা। এই দুর্ঘটনায় আরও বিপাকে পড়েছে সরকার।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version