Saturday, January 10, 2026

সুপ্রিম কোর্টে কা.মদুনি মা.মলার রায়দান স্থগিত!

Date:

Share post:

শীর্ষ আদালতে (Supreme Court) আজ কামদুনি মামলার (Kamduni case) রায়দান স্থগিত ঘোষণা করা হল। এ কেসের সঙ্গে জড়িত সব পক্ষকে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সব রিপোর্ট খতিয়ে দেখার পর রায় ঘোষণা করা হবে। এদিন দোষীদের ফের গ্রেফতারির নির্দেশ জারি করতে রাজি হয়নি বিচারপতি গভইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। কামদুনি কেসে (Kamduni Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High court) সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পিটিশন ফাইল করেছেন কামদুনি প্রতিবাদীরাও। শীর্ষ আদালতে (Supreme Court) মামলা করেছে রাজ্য সরকারও (government of West Bengal)।

কলকাতা হাইকোর্টের নির্দেশে কামদুনি-কাণ্ডে দোষীদের ফাঁসি রদ হয়। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ , নিম্ন আদালতে ফাঁসির সাজা পাওয়া সইফুল আলি এবং আনসার আলির সাজা কমিয়ে তাঁদের আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করে। এই রায় ঘোষণার পর রাজ্য সরকার শীর্ষ আদালতে যাওয়া সিদ্ধান্ত নেয়। তবে মানুষের অনুভূতি নিয়ে রাজনীতি করার লক্ষ্যে উঠে পড়ে লাগে বিজেপি। প্রতিবাদীদের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রভাবিত করার পাশাপাশি মিথ্যে আশ্বাসের তাস খেলতে দেখা যায় শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিরোধী দলের নেতা-নেত্রীদের। কামদুনির ঘটনাকে কেন্দ্র করে করে কার্যত ঘোলা জলে রাজনীতি করতে নেমে পড়ে পদ্ম শিবির। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে আগেই বলা হয়েছে যে এখানে কোনও রাজনীতির জায়গা নেই। রাজ্য সরকার সবসময় নির্যাতিতার পরিবারের পাশেই আছে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন নির্যাতিতার পরিবার, শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় এবং কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমী কয়াল।

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

App-এর ভুলে ১কোটি ৩৬ লক্ষের নাম ‘বাদ’! অভিযোগে AERO পদে অব্যহতির আবেদন

যে পদ্ধতিতে ১ কোটি ৩৬ লক্ষ বাংলার মানুষকে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আনা হয়েছে সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে...

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...