Tuesday, November 11, 2025

লেখাপড়ার সঙ্গে ‘কন্যাশ্রী’দের মার্শাল আর্টের পাঠ, ‘আত্মরক্ষা প্রশিক্ষণ’ কর্মসূচির সূচনা ব্রাত্যর

Date:

দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। বাংলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কম। তবে, লেখাপড়ার পাশাপাশি মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতেও উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি মাস থেকেই রাজ্য সরকারি স্কুলের মেয়েদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। ক্যারাটে, জুডো, তাইকোন্ডর মত মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আওতায় রানি লক্ষ্মী বাই আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির সম্প্রতি সূচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। প্রাথমিক ভাবে কলকাতার ১৫৩ টি স্কুলে এই প্রশিক্ষণ শুরু হচ্ছে। গোটা রাজ্যে ২৫০ স্কুলকে বেছে নেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে আরও স্কুলকে এই কর্মসূচিতে যুক্ত করা হবে। কলকাতার স্কুলগুলিতে কলকাতা পুলিশ এবং রাজ্যের অন্যান্য জেলায় রাজ্য পুলিশ এই প্রশিক্ষণ দেবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের (Student) বাধ্যতামূলক ভাবে আত্মরক্ষার পাঠ দেওয়া হবে। যার খরচ বহন করবে রাজ্য সরকার।

কলকাতার কমিউনিটি পুলিশ শাখার পরিকল্পনা অনুযায়ী, টানা তিনমাস স্কুলের ছাত্রীদের দেওয়া হবে প্রশিক্ষণ। প্রত্যেক শনিবার করে ক্লাস নেওয়া হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের দেওয়া হবে প্রশিক্ষণ। তবে প্রথমে দশম ও দ্বাদশ শ্রেণি ও তারপরের পদক্ষেপে নবম ও একাদশ শ্রেণির ছাত্রীদের (Student) প্রশিক্ষণ দেওয়া হবে। স্কুল লাগোয়া মাঠ অথবা স্কুলের নিজস্ব বড় হলঘর থাকলে সেখানেই হবে প্রশিক্ষণ। যে স্কুলে সেই ব্যরবস্থা নেই, সেই স্কুল কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে, কোথায় প্রশিক্ষণ হবে। কারণ, একসঙ্গে ক্যা রাটে, কুংফু বা তাইকোন্ড শিখতে গেলে পর্যাপ্ত জায়গার প্রয়োজন। প্রত্যেক শনিবার বাইরে থেকে দু’জন করে বিশেষজ্ঞ প্রশিক্ষণ দিতে আসবেন। তাঁদের মধ্যে থাকবেন একজন মহিলা। তাঁরা স্কুলের শারীরশিক্ষার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন। প্রশিক্ষণের সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত থাকবেন।

পুলিশ সমীক্ষা করে দেখেছে, বিভিন্ন সময় ভিড়ের মধ্যে ইভটিজিং ও শ্লীলতাহানির আগেই রোমিওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্রীরা। এমনকী, কোনও রোমিও বাড়াবাড়ি করলে আত্মরক্ষার ব্য্বস্থা করেছে তারাই। এবার যাতে প্রত্যেক স্কুলের ছাত্রী রাস্তায় যাতায়াতের সময় আত্মরক্ষা করতে পারে, সেই ব্যাবস্থাই নেওয়া হচ্ছে।


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version