পঞ্চম বার অন্তঃসত্ত্বা, বছরের শুরুতে ফের চর্চায় ‘পাক বধূ’ সীমা হায়দার

সীমা কি পাকি.স্তানের পাঠানো গু.প্তচর? জ.ট ছাড়াতে তদ.ন্তে নেমেছে উত্তরপ্রদেশ এটিএস এবং ভারতীয় গো.য়েন্দা সংস্থা।

সচিন মিনার (Sachin Meena) পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ২০২৪ এর গোড়াতেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালেন ‘পাক বধূ’ সীমা হায়দার (Seema Haider)। গত বছরে সচিন-সীমা নিজেদের প্রেমের কাহিনী জন্য বেশ চর্চায় ছিলেন। তবে আপাতত পরিবারে নতুন মানুষ আসার আনন্দে ভাসছেন যুগলে। এক সাক্ষাৎকারে সীমা জানান ২০২৩ জুড়ে অনেক লড়াই করতে হয়েছে তাঁকে। তাঁর সন্তান নিঃসন্দেহে একরাশ খুশি নিয়ে আসছে। বাবা হওয়ার কথা নিশ্চিত করে পুত্র সন্তান কামনা করেছেন সচিন।

ভারতীয় যুবক সচিনের সঙ্গে পাকিস্তানি সীমার পরিচয় হয় ২০১৯ সালে । তারপর চুটিয়ে প্রেম করেছেন দুজনে। সচিন তাঁর থেকে প্রায় আট বছরের ছোট। কিন্তু প্রেমের টানে ১৩০০ কিলোমিটার ছুটে আসেন সীমা। ভিসা ছাড়া নেপালের মাধ্যমে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে গত বছর ৪ জুলাই গ্রেফতার হন সীমা। তাঁকে আশ্রয় দিয়ে গ্রেফতার হন সচিন এবং তাঁর বাবা নেত্রপাল। পরে জামিনে ছাড়াও পান তাঁরা। সীমা কি পাকিস্তানের পাঠানো গুপ্তচর? জট ছাড়াতে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ এটিএস এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা। তদন্ত শেষ হওয়ার আগেই নিজের মা হওয়ার কথা প্রকাশ্যে আনলেন পাক বধূ।