Tuesday, August 26, 2025

গণধর্ষণে আইটি সেলের কর্মী যুক্ত বলেই মুখে কুলুপ, বিজেপিকে তোপ শশী পাঁজার

Date:

বিজেপি নেতাদের ঘনিষ্ঠরাই অপরাধী।বারাণসীর আইআইটি-বিএইচই শ্লীলতাহানি কাণ্ডের সঙ্গে যুক্ত যে তিনজনকে ঘটনার প্রায় দু মাস পর গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন বারাণসীতে বিজেপির ‘আইটি সেল’-এর সদস্য। এই বিষয়ে বিজেপি চুপ কেন, প্রশ্ন তুলল মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শশী পাঁজা বলেন, ২ নভেম্বরের এই ঘটনা অত্যন্ত গুরুতর। যে মেয়েটির উপর অত্যাচার হয়েছে, সেই মেয়েটি সেখানে পড়াশোনা করতো। মেয়েটি কালপ্রিটদের নাম বলে দিয়েছিল। তারপরও তাদের ধরতে দু’মাস সময় লাগলো। আর ধরা পড়ার পর জানা গেল, যারা এই কুকীর্তিটি ঘটিয়েছেন তারা বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত।
এদিন তিনি অভিযোগ করেন,উত্তরপ্রদেশ মহিলাদের ওপর নির্যাতনের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে। এত বড় একটা ঘটনা ঘটার পরও বিজেপি মুখে কুলু এঁটেছে।অমিত-মালব্য তো বিজেপি আইটি সেলের দায়িত্বে আছেন। তিনি সুযোগ পেলেই তো তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের সম্পর্কে বলতে থাকেন, টুইট করেন। এখন নিজের দলের কর্মীরা ধরা পড়ার পর তিনি চুপ কেন? প্রশ্ন শশী পাঁজার।
তিনি অভিযোগ করেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কাশীতেও রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সেখানকার সাংসদ। তবুও মহিলাদের উপর এই অত্যাচারের কথা নিয়ে বিজেপি একটি কথাও বলবে না। কোনরকম পদক্ষেপ না নেওয়ায় ভুলবার্তা যাচ্ছে মানুষের কাছে। উত্তরপ্রদেশে বারবার এমন ঘটনা ঘটছে অথচ বিজেপির এই বিষয়ে কোনও উচ্চবাচ্য নেই।
এরই পাশাপাশি এদিন মন্ত্রী অভিযোগ করেন,অদ্ভূতভাবে জাতীয় মহিলা কমিশনও এই বিষয়টি নিয়ে নীরব। যেহেতু বিজেপি কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাই তারা স্বতঃস্ফূর্ত হয়ে আর এগিয়ে আসেন না। অথচ পান থেকে চুন খসলেই, এ রাজ্যে তো বটেই অন্য জায়গায় ছুটে যান।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version