বিচারপতি সিনহার নির্দেশে প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি হল রুদ্ধদ্বার এজলাসে!

এ ছাড়া রুদ্ধদ্বার শুনানিতে রয়েছেন মামলাকারীর আইনজীবী।এমনকী, শুনানির লাইভ স্ট্রিমিংও বন্ধ করে দেওয়া হয়েছে বিচারপতির নির্দেশে।

প্রাথমিকে নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে রুদ্ধদ্বার শুনানি।বুধবারের শুনানিতে বাইরের কাউকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি।মঙ্গলবারই এই নিয়োগ মামলার তদন্তের রিপোর্ট আদালতে জমা দিয়েছিল ইডি।এই মামলায় ইডির জয়েন্ট ডিরেক্টরকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। আদালত সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ইডি কর্তা ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়েছেন আদালতে।এরই পাশাপাশি, বিচারপতি সিনহার নির্দেশ মেনে বুধবার এই মামলায় ইএসআই হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকও আদালতে উপস্থিত হয়েছেন। এ ছাড়া রুদ্ধদ্বার শুনানিতে রয়েছেন মামলাকারীর আইনজীবী।এমনকী, শুনানির লাইভ স্ট্রিমিংও বন্ধ করে দেওয়া হয়েছে বিচারপতির নির্দেশে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার তদন্তে গতি আনতে চায় উচ্চ আদালত। আগেই এই তদন্ত ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছিলেন বিচারপতি সিনহা। মঙ্গলবার ইডি আদালতে জানায়, অনেক তথ্য হাতে এসে যাওয়ায় আরও সময় দরকার। এর পরেই ইডির জয়েন্ট ডিরেক্টরকে বুধবার আদালতে আসতে বলেন বিচারপতি।একইসঙ্গে এই মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও ইডিকে তৎপর হতে বলেছে আদালত।বৃহস্পতিবার ফের এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।