Monday, November 3, 2025

কাটছে না জট, সকাল থেকে বাস ধর্মঘট কাটোয়া, বীরভূম, পুরুলিয়ার একাংশে

Date:

কেন্দ্রের নয়া পরিবহন নীতির (New Transport policy) প্রতিবাদে বুধবারেও বাস চালকদের অবরোধ আর ধর্মঘটে বিপাকে সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (AIMTC) তরফে জানানো হয়, সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ফলে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে আন্দোলন। তবে ট্রাক মালিক পক্ষের সংগঠন এআইএমটিসি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও ট্রাক চালকদের সংগঠন ‘আরকে ভারতী’ কোনভাবেই আন্দোলন প্রত্যাহারের রাজি নয়। সব মিলিয়ে জটিল আকার ধারণ করেছে পরিস্থিতি। যে কারণে আজ সকালেও রাজ্যের বিভিন্ন জেলায় বাস ধর্মঘটে ব্যাহত পরিষেবা। সকাল থেকে কাটোয়ায় (Katwa ) বাস ধর্মঘট, শতাধিক চালক এই ধর্মঘটে অংশ নিয়েছেন। একই ছবি বীরভূমের সিউড়িতেও। আগামীকাল পুরুলিয়ার বাস চালকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। বাসন্তী হাইওয়েতেও পথ অবরোধ করে বিক্ষোভ চলছে।

নয়া হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে দেশজুড়ে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন ট্রাক চালকরা। ‘হিট অ্যান্ড রান’ আইনে ২ বছরের সাজা হত। নয়া আইনে তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অঙ্ক বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এরই প্রতিবাদে ট্রাকচালকরা মঙ্গলবার থেকে টানা ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন।AIMTC-র সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছিলেন, দশ বছরের (হিট-এন্ড-রানের ক্ষেত্রে) সাজা দেওয়ার আইন নিয়ে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। এই আইনটি এখনও কার্যকর করা হয়নি। এরপরই বাস ও ট্রাক চালকদের একাংশ আন্দোলন তুলে নিলেও ধোঁয়াশা পুরোপুরি কাটছে না। কারণ নয়া এই আইনে স্থগিতাদেশের পরিবর্তে তা প্রত্যাহারের দাবিতে অনড় বাস মালিক সংগঠনের একাংশ।

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version