Saturday, August 23, 2025

নতুন বছর শুরুর আনন্দ কাটিয়ে কাজে ফেরা শুরু হতেই দেখা যাচ্ছে গোটা দেশে লাফিয়ে বাড়ছে কোভিড (COVID) আক্রান্ত। আক্রান্তের হারের সঙ্গে সুস্থতার হারের বিস্তর ফারাক। ডিসেম্বরের শেষের দিকে সংক্রমণে খানিকটা রাশ টানা গেলেও জানুয়ারি শুরু হতেই বদলে গেল ছবিটা। সংক্রমিতদের মধ্যে JN.1 আক্রান্তও বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় গোটা দেশে কোভিড আক্রান্ত ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। দেশে অ্যাক্টিভ কোভিড রোগীর (active patient) সংখ্যা ৪,৪৪০ জন। নভেম্বরে গোটা দেশে কোভিড আক্রান্ত ছিলেন মাত্র ৩৩জন। সেখানে ডিসেম্বরে আক্রান্ত ৩১২ জন। আর জানুয়ারির শুরুতে উৎসব শেষ হতেই নতুন করে আক্রান্ত প্রায় ৭০০। ২ জানুয়ারি পর্যন্ত JN.1 আক্রান্তের সংখ্যা ৫১১ জন। তবে এবার আক্রান্তের নিরিখে কেরালাকে ছাপিয়ে গেল কর্ণাটক। শুধুমাত্র কর্ণাটকেই এই সাব ভ্যারিয়েন্টে (sub variant) আক্রান্ত ১৯৯ জন। মোট ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।

তবে গোটা দেশে যেভাবে কোভিড আক্রান্ত বেড়েছে ততটা আক্রান্ত হয়নি এই রাজ্যে। নতুন বছরের শুরুতে যদিও হঠাৎ করে আক্রান্ত বেশ কিছুটা বেড়েছে। রবিবার এক লাফে আক্রান্ত বাড়ে ১৭ জন। আবার সোমবার ১ জানুয়ারিও আক্রান্ত ১৩ জন। দুদিনে সংখ্যাটা বাড়ায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭০-এর কিছু বেশি। সোমবার পর্যন্ত নতুন করে কেউ সুস্থ হয়নি। তবে রাজ্যে এখনও কোনও JN.1 আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। নতুন করে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তদের ওপর বিশেষ দেখভালের দ্বায়িত্ব নিয়েছে স্বাস্থ্য় দফতর।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version