Sunday, November 9, 2025

নয়া ফৌজদারি আইন অধ্যয়ন অধ্যয়নে ১৪ সদস্যের কমিটি গড়ল দিল্লি পুলিশ

Date:

Share post:

ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই তিনটি নতুন অপরাধ দমন আইন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরা স্বাক্ষরের পরই আইনে পরিণত হয়েছে। নতুন এই ফৌজদারি আইন অধ্যয়ন এবং বোঝার জন্য ১৪ সদস্যের কমিটি গঠন করলো স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিশ।

বিশেষ পুলিশ কমিশনার ছায়া শর্মার নেতৃত্বে ১৪ জনের এই প্যানেলটির নেতৃত্বে থাকবেন ডেপুটি পুলিশ কমিশনার জয় তিরকি, অতিরিক্ত ডিসিপি উমা শঙ্কর, সহকারী পুলিশ কমিশনার হরি সিং, ইন্সপেক্টর রাজীব কুমার, রাজীব ভরদ্বাজ, নরেশ মালিক, দেবেন্দর সিং, অরুণ কুমার, সুরেশ কুমার, অনিল বেরওয়াল এবং সঞ্জীব কুমার এবং দুই সাব-ইন্সপেক্টর সোমবীর ও রজনী কান্ত। নতুন আইন অনুযায়ী কীভাবে তদন্ত হবে এবং তা কার্যকর হবে তা বোঝার জন্য কমিটিকে তদন্তকারী কর্মকর্তাদের ব্যবহারিক বোঝাপড়া এবং অধ্যয়নের জন্য ট্রেনিং নিতে হবে এবং পুরো বিষয়টিকে সংক্ষেপে বোঝাতে হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শীঘ্রই বিলগুলি কার্যকর হওয়ার তারিখ জানানো হবে বলে জানা গিয়েছে।

তবে মাত্র দু সপ্তাহ সময়ের মধ্যে পুরো বিলটিকে বোঝা কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে দিল্লি পুলিশের আধিকারিকদের মধ্যেই। বিরোধীদের তরফে আগেই অভিযোগ জানানো হয়েছিল, একই জিনিসকে অযথা জটিল করে উপস্থাপন করা হয়েছে নতুন এই বিলের মাধ্যমে। পুলিশ আধিকারিকদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে, এই বিল সম্পূর্ণ বুঝে ব্যবহারের ক্ষেত্রে তা প্রয়োগ করতে গিয়ে যেকোনো সময় সমস্যার সম্মুখীন হতে হবে প্রশাসনকে।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...