Saturday, November 29, 2025

নিজেদের অবস্থানে অনড় ট্রাক চালকরা, কেন্দ্রের কালা কানুনের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

Date:

Share post:

নয়া ‘হিট অ্যান্ড রান’ আইনের প্রতিবাদে দেশজুড়ে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন ট্রাক চালকরা। ‘হিট অ্যান্ড রান’ আইনে ২ বছরের সাজা হত। নয়া আইনে তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অঙ্ক বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এরই প্রতিবাদে ট্রাকচালকরা মঙ্গলবার থেকে টানা ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন।

পরিস্থিতি বেগতিক বুঝে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর মালিকপক্ষ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করলেও অনড় ট্রাক চালকরা। মঙ্গলবার রাতে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (এআইএমটিসি) তরফে জানানো হয়, সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ফলে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে আন্দোলন। তবে ট্রাক মালিক পক্ষের সংগঠন এআইএমটিসি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও ট্রাক চালকদের সংগঠন কোনভাবেই আন্দোলন প্রত্যাহারের রাজি নয়। সব মিলিয়ে জটিল আকার ধারণ করেছে পরিস্থিতি।

গোটা দেশের পাশাপাশি ট্রাক চালকদের বিদ্রোহে উত্তাল বাংলাও। শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বাস ধর্মঘটে ব্যাহত পরিষেবা। সকাল থেকে কাটোয়ায় বাস ধর্মঘট, শতাধিক চালক এই ধর্মঘটে অংশ নিয়েছেন। একই ছবি বীরভূমের সিউড়িতেও। এর আগে পুরুলিয়াতেও বাস চালকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতেও ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন ট্রাক চালকরা।

একইভাবে উত্তরের জেলা গুলিতেও চলছে ব্যাপক বিক্ষোভ।
বুধবার আলিপুরদুয়ার জেলার অসম সীমানা সংলগ্ন ঘোড়ামারাতে পূর্ব-পশ্চিম জাতীয় সড়কে পথ অবরোধ করে পশ্চিমবঙ্গ ড্রাইভার মহা সংঘের সদস্যরা। এর ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পণ্য সামগ্রী নিয়ে যাওয়া ট্রাকগুলো এই অবরোধের ফলে আটকে যায়। দুপাশে তৈরি হয় লম্বা ট্রাকের লাইন। আটকে পড়ে ভুটানের যাত্রীবাহী বাস, ব্যাক্তিগত গাড়ি সহ অন্যান্য গাড়িও। প্রায় ঘন্টা খানেক অবরোধ চলার পর কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কোচবিহারের বক্সিরহাটে অসম-বাংলা সীমানায় ট্রাক চালকরাও এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। কোচবিহার শহরে এদিন বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীরা। মারুগঞ্জেও জমায়েত করেছিলেন লরি চালকরা। কেন্দ্রীয় আইন বাতিলের দাবিতে কোচবিহার জেলা জুড়ে হয়েছে বিক্ষোভ।

বহরমপুরের নতুন বাইপাস সংলগ্ন বেলপুকুর ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে গাড়ি চালক ও গাড়ির মালিকরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। জাতীয় সড়ক অবরোধ চলাকালীন ঘটনাস্থলে এসে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চকশাপুর এলাকাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক এবং লরি চালকেরা।

spot_img

Related articles

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...