Saturday, December 13, 2025

মোদি সেলফি পয়েন্টের খরচ প্রকাশ, নোটিশ ছাড়াই বদলি রেলের জনসংযোগ আধিকারিক

Date:

মাত্র সাত মাস আগে সেন্ট্রাল রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক পদে যোগ দিয়েছিলেন শিবরাজ মানসপুরে। কোনো কারণ না দেখিয়ে ২৯ ডিসেম্বর, ২০২৩-এ হঠাৎ বদলি করা হয়েছে তাঁকে। আর এই বদলি করা হয়েছে রেলওয়ে স্টেশনগুলিতে নরেন্দ্র মোদির ৩ ডি ‘সেলফি পয়েন্ট’ তৈরিতে কত খরচ হয়েছিল তার বিশদ প্রকাশ হওয়ার পর। কোনো কারণ না জানিয়ে বা তার পরবর্তী পোস্টিং কোথায় হবে তা না জানিয়েই মানসপুরেকে বদলি করা হয়েছে।

সেন্ট্রাল রেলওয়ে ভারতীয় রেলওয়ের ১৯টি জোনের মধ্যে একটি। অমরাবতীর সামাজকর্মী অজয় বোস, সেন্ট্রাল রেলওয়ে, ওয়েস্টার্ন, সাউদার্ন, নর্দার্ন এবং নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের সেলফি বুথে খরচের বিশদ জানতে চেয়ে তথ্যের অধিকার আইনের অধীনে প্রশ্ন দায়ের করেছিলেন। সেন্ট্রাল রেলওয়ে নির্দিষ্ট খরচের প্রশ্নের উত্তর দেওয়ার একমাত্র জোন। প্রশ্নের জবাবে জানানো হয়েছে, শুধুমাত্র সেন্ট্রাল রেলওয়ে জোনে, প্রায় ২০ টি “স্থায়ী” সেলফি বুথ স্থাপন করা হয়েছে প্রতিটি ৬.২৫ লক্ষ টাকা খরচ করে, মোট ১.২৫ কোটি টাকা। আরও ৩২ টি অদ্ভুত “অস্থায়ী” সেলফি বুথ রয়েছে যার প্রতিটির খরচ ১.২৫ লক্ষ টাকা (মোট ৪০ লক্ষ টাকা)৷ সেন্ট্রাল রেলওয়ে থেকে তথ্য ডেপুটি জেনারেল ম্যানেজার অভয় মিশ্র সরবরাহ করেছিলেন, কিন্তু প্রধান জনসংযোগ অফিসার কে সরিয়ে দেওয়া হয়েছে। মানসপুরের পদে স্বপ্নিল ডি. নীলা স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি এই পরিবর্তনের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। অন্যান্য কর্মকর্তারা সংবাদপত্রকে বলেছেন যে এটি “শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত”। রেলওয়ে স্টেশনগুলি এমন অনেক জায়গার মধ্যে একটি যেখানে সরকার এই মোদি সেলফি পয়েন্টগুলি স্থাপন করতে করদাতার অর্থ ব্যবহার করছে৷ বিশ্ববিদ্যালয়, জনবহুল এলাকা, ইত্যাদিতেও এই সেলফি পয়েন্টগুলি স্থাপন করতে দেখা গেছে।

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...
Exit mobile version