Monday, November 3, 2025

প্রকাশ্যে বিজেপির ‘‘দ্বি.চারিতা’! সিএএ চালু প্রসঙ্গে নিশীথকে আ.ক্রমণ শশী পাঁজার

Date:

সিএএ (CAA) নিয়ে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ সামনে আনলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। এক বার্তায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘শান্তনু ঠাকুর (Shantanu Thakur) দ্বিচারিতা করছেন। দিল্লিতে একরকম কথা বলছেন, আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। তৃণমূলের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সিএএ বাংলায় হবে না। এটা যাঁরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রিত দিচ্ছেন, আইনটা তাঁরা প্রণয়ন করেছেন, কিন্তু সেটা তাঁরা আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন ঠিক নেই। এগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা হচ্ছে।’

তবে এদিন এখানেই থেমে থাকেননি মন্ত্রী। শশী পাঁজা আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, সিএএ কোনোভাবেই বাংলায় কার্যকর হবে না’। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গে যাঁরা বসবাস করছেন, রেশন পাচ্ছেন, সমস্তরকম সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা ইতিমধ্যেই নাগরিক, দ্বিতীয়বার তাঁদেরকে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা যেটা বিজেপি বলছে, সেটা ভুল। ফলে সিএএ প্রয়োজন নেই, সিএএ হবে না, মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন। যাঁরা পশ্চিমবঙ্গে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই দেশের নাগরিক।’

শশী পাঁজার বক্তব্যে আরও উঠে আসে, লোকসভা নির্বাচনের আগে ফের সিএএ তাস খেলতে চাইছে বিজেপি। আইনটা প্রণয়ন করেছেন, কিন্তু গাইডলাইন ঠিক নেই। পশ্চিমবঙ্গে যাঁরা বসবাস করছেন, তাঁরা সমস্তরকম সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা রেশন পাচ্ছেন। ইতিমধ্যেই তাঁরা দেশের নাগরিক। দ্বিতীয়বার তাঁদের সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা যেটা বিজেপি বলছে, সেটা ভুল। সিএএ-র প্রয়োজন নেই, কারণ বাংলার প্রত্যেকেই ভারতের নাগরিক।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর, সিএএ আইনে পরিণত হয়। কিন্তু,তারপর চার বছর কেটে গেলেও এখনও তা লাগু করা যায়নি। যা নিয়ে বিজেপির একাংশের মধ্যেও চরম তৎপরতা চোখে পড়েছে। এবার সেই প্রসঙ্গেই নিশীথ প্রামাণিকের পাল্টা দিলেন মন্ত্রী শশী পাঁজা।

 

 

 

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version