Thursday, December 18, 2025

টমেটো ‘সংরক্ষণে’ উদ্যোগী রাজ্য, ১৭ কেন্দ্রে বিশেষ প্রক্রিয়াকরণ

Date:

Share post:

শীতের টমেটো এখন আর শুধুই শীতের ফসল নেই। সারাবছর বিভিন্ন গুণগত মানের টমেটো এখন বাজারে সহজলভ্য। তবু বছরের একটা সময় বাজারে অপ্রতুল হয় বাঙালির রান্নার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠা এই সবজি। পাশাপাশি রবি মরশুমে গোটা রাজ্যে যে বিপুল পরিমাণ টমেটো উৎপাদন হয় তার অনেকটা নষ্ট হয় সংরক্ষণের অভাবে। এবার সেই উদ্বৃত্ত (excess) টমেটো থেকে টমেটো পিউরি (tomato puree) তৈরি করে বাজারে বিক্রির পরিকল্পনা রাজ্য সরকারের।

রাজ্যে উৎপাদিত টম্যাটো ব্যবহার করে কৃষি বিভাগের ১৭টি প্রক্রিয়াকরণ কেন্দ্রে পিউরি তৈরি করা হবে। তারপর তা ন্যায্য মূল্যে বিক্রি করা হবে সুফল বাংলা বিপণি থেকে। এর ফলে একসঙ্গে তিন ধরনের লাভ হবে। চাষি উৎপাদিত ফসলের দাম পাবেন। অভাবের সময় গ্রাহক ব্যবহার করতে পারবেন টমেটো পিউরি অনেক কম দামে, বাজারে যার দাম অনেকটাই বেশি থাকে। পাশাপাশি পিউরি তৈরিতে কর্মসংস্থানও হবে।

কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, আগামী রবি মরশুম থেকে উদ্বৃত্ত টম্যাটো থেকে পিউরি তৈরি করবে কষি বিপণন বিভাগ (Agricultural Marketting Department)। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বারাসত, হাওড়া, চুঁচুড়া, বারুইপুর এবং কলকাতার সব্জি প্রক্রিয়াকরণ কেন্দ্রে পিউরি তৈরি করা হবে। পাশাপাশি, নেতাজি সুভাষ কৃষি বিপণন প্রশিক্ষণ কেন্দ্রে গুণমান যাচাই করা হবে।

রাজ্যে বর্তমানে স্থায়ী ও ভ্রাম্যমাণ প্রায় ৫০০টি সুফল বাংলা বিপণি রয়েছে। এসব কেন্দ্র থেকে এবার টম্যাটো পিউরিও বিক্রি করা হবে। পাইলট প্রকল্প (pilot project) সফল হলে পরবর্তীকালে এই উদ্যোগের সম্প্রসারণ করা হবে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...