Saturday, August 23, 2025

টমেটো ‘সংরক্ষণে’ উদ্যোগী রাজ্য, ১৭ কেন্দ্রে বিশেষ প্রক্রিয়াকরণ

Date:

শীতের টমেটো এখন আর শুধুই শীতের ফসল নেই। সারাবছর বিভিন্ন গুণগত মানের টমেটো এখন বাজারে সহজলভ্য। তবু বছরের একটা সময় বাজারে অপ্রতুল হয় বাঙালির রান্নার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠা এই সবজি। পাশাপাশি রবি মরশুমে গোটা রাজ্যে যে বিপুল পরিমাণ টমেটো উৎপাদন হয় তার অনেকটা নষ্ট হয় সংরক্ষণের অভাবে। এবার সেই উদ্বৃত্ত (excess) টমেটো থেকে টমেটো পিউরি (tomato puree) তৈরি করে বাজারে বিক্রির পরিকল্পনা রাজ্য সরকারের।

রাজ্যে উৎপাদিত টম্যাটো ব্যবহার করে কৃষি বিভাগের ১৭টি প্রক্রিয়াকরণ কেন্দ্রে পিউরি তৈরি করা হবে। তারপর তা ন্যায্য মূল্যে বিক্রি করা হবে সুফল বাংলা বিপণি থেকে। এর ফলে একসঙ্গে তিন ধরনের লাভ হবে। চাষি উৎপাদিত ফসলের দাম পাবেন। অভাবের সময় গ্রাহক ব্যবহার করতে পারবেন টমেটো পিউরি অনেক কম দামে, বাজারে যার দাম অনেকটাই বেশি থাকে। পাশাপাশি পিউরি তৈরিতে কর্মসংস্থানও হবে।

কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, আগামী রবি মরশুম থেকে উদ্বৃত্ত টম্যাটো থেকে পিউরি তৈরি করবে কষি বিপণন বিভাগ (Agricultural Marketting Department)। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বারাসত, হাওড়া, চুঁচুড়া, বারুইপুর এবং কলকাতার সব্জি প্রক্রিয়াকরণ কেন্দ্রে পিউরি তৈরি করা হবে। পাশাপাশি, নেতাজি সুভাষ কৃষি বিপণন প্রশিক্ষণ কেন্দ্রে গুণমান যাচাই করা হবে।

রাজ্যে বর্তমানে স্থায়ী ও ভ্রাম্যমাণ প্রায় ৫০০টি সুফল বাংলা বিপণি রয়েছে। এসব কেন্দ্র থেকে এবার টম্যাটো পিউরিও বিক্রি করা হবে। পাইলট প্রকল্প (pilot project) সফল হলে পরবর্তীকালে এই উদ্যোগের সম্প্রসারণ করা হবে বলে জানা গিয়েছে।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version