Wednesday, December 3, 2025

সিট গঠন নয়, আদানি কেসে সেবিতেই আস্থা শীর্ষ আদালতের!

Date:

Share post:

আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা শেয়ারে কারচুপির অভিযোগ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি ছিল আজ। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গোটা বিষয়টি খতিয়ে দেখার ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI) ওপরেই আস্থা বজায় রাখল। শুধু তাই নয়, হিন্ডেনবার্গ মামলায় সিট (SIT) তদন্তের নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)।

গত বছরই শেয়ার কারচুপির বিরাট অভিযোগ ওঠে আদানি গোষ্ঠীর সংস্থার বিরুদ্ধে। এই মামলায় সিট তদন্তের দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী বিশাল তিওয়ারি, এমএল শর্মা এবং কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর ও অনামিকা জয়সওয়াল।অভিযোগের ভিত্তিতেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া। নভেম্বরে মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আজ কোর্ট খুলতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) বেঞ্চের তরফে জানানো হয়, আদানি-হিন্ডেনবার্গ মামলায় সেবি-র তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত। নিয়ামক সংস্থাই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা শেয়ারে কারচুপির অভিযোগ খতিয়ে দেখবে। পাশাপাশি তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় গৌতম আদানি পোস্ট করে লেখেন, সত্যের জয় হল। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ২২টি মামলার মধ্যে ২০টিরই তদন্ত শেষ করেছে সেবি। তাই এই মামলার তদন্তভার অন্য কোনও সেন্ট্রাল ইনভেস্টিগেশন সংস্থাকে দেওয়ার প্রশ্নই ওঠে না, বলে মত সুপ্রিম আদালতের।

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...