Friday, January 30, 2026

দক্ষিণ আফ্রিকায় লজ্জার নজির রোহিতের টিম ইন্ডিয়ার

Date:

Share post:

দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসটা যতটা ভালো খেলেছে ভারত, দ্বিতীয় ইনিংসটা ততটাই জঘন্য খেলল। ব্যাট হাতে শুরু ভালো করলেও শেষের দিকে উইকেট ছুঁড়ে দিয়ে ফিরল। সিরাজের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে আটকে রাখলেও তাদের সামনে বড় রানে টার্গেট তুলে দিতে পারল না ভারত। সৌজন্য়ে ব্যাটিং। গত ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হয় আর এবার ব্যর্থ হল মিডল অর্ডার। সব মিলিয়ে বোলিং দাঁড়ালেও ব্যাটিং সেই ব্য়র্থই। এদিন বিরাট কোহলি না থাকলে ভারতের সামনে আরও বড় লজ্জা অপেক্ষা করেছিল। এদিন দ্বিতীয় ইনিংস ভারত করল ১৫৩। ৯৮ রানের লিড নিল তারা।

দক্ষিণ আফ্রিকা মাত্র ২৩.২ ওভারে শেষ করেছিল ইনিংস আর ভারত খেলল ৩৪.৫ ওভার। একটা দল খারাপ হলে আর একটা দল আরও খারাপ। এদিন ৫৫ রানের সহজ টার্গেট নিয়ে খেলতে নেমেছিল। বোালারদের দাপটে লাঞ্চ ব্রেকের আগেই প্রোটিয়ারা গুটিয়ে যায়। আশা করা হয়েছিল ভারত তাদের প্রথম ইনিংসে অন্তত একটা গোটা দিন ব্যাট করবে। কিন্তু সেগুড়ে বালি।

বাকি ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হন যশস্বী জয়সওয়াল। তিনি রাবাডার বলে গোল্ডেন ডাক হন। এরপর রোহিত শর্মা ও শুভমান গিল জুটি তৈরি করেন। এই জুটি ৫৫ রান করে। রোহিত শর্মা বাকি ম্যাচের থেকে এই ম্য়াচে অনেক ভালো শুরু করেছিলেন, তিনি ৩৯ রান করেন। এরপর ফেরেন শুভমান গিল। তিনি করেন ৩৬ রান। তিনি ফেরার পর ভরসা জুগিয়েছেন একমাত্র বিরাট কোহলি। তিনি শেষ পর্যন্ত দলকে টানেন। তবে অপর প্রান্ত থেকে প্লেয়ারদের ছিল ড্রেসিংরুমে ফেরার তারা। দক্ষিণ আফ্রিকার প্লেয়ারদের বলে কার্যত উত্তরহীন দেখাল টিম ইন্ডিয়াকে। পঞ্চম থেকে শেষ উইকেট পড়ল একটাও রান না হয়ে। অর্থাৎ, পঞ্চম উইকেট পড়ার সময় দলের রান ছিল ১৫৩ আর শেষও হল সেই রানেই।

শ্রেয়স আইয়ার খাতা খুলতে পারেননি। তাঁর সঙ্গে শূন্য পাওয়ার তালিকায় রয়েছেন রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও মুকেশ কুমার। কেএল রাহুল একমাত্র ৮ রান করেন। সব মিলিয়ে দেখতে গেলে ভারত এদিন ব্যাট করতে নেমে রান করল ১৫৩। আর তাতে রান করলেন মাত্র তিনজন। বিরাট কোহলি (৪৬), রোহিত শর্মা (৩৯), শুভমান গিল(৩৬)। ১১ জনের মধ্যে একজনও হাফসেঞ্চুরি করতে পারলেন না। দ্বিতীয় ইনিংসেও এই অবস্থা থাকলে খারাপ ছবি নিয়ে ফিরতে হবে। টিম ইন্ডিয়াকে।

spot_img

Related articles

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...

লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা...

টর্চ জ্বেলে অস্ত্রোপচার যোগীরাজ্যে

নেই বিদ্যুৎ, নেই বিকল্প ব্যবস্থাও। মোবাইলের টর্চের মৃদু আলোতেই চলছে সূক্ষ্ম অস্ত্রোপচার, যেখানে সামান্য উনিশ-বিশের ভুলেই ঘটে যেতে...

নাজিরাবাদের শুভেন্দুর ‘শোক মিছিলে’ বাজল ডিজে! চোখে আঙুল দিয়ে দেখালো তৃণমূল

একটি মিছিল করবেন। আর তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে রাজ্য প্রশাসনের হাজারো ভুল তুলে ধরার চেষ্টা করছিলেন বিরোধী...