Wednesday, December 24, 2025

ব্রাজিলের ডাকে সাড়া না দিয়ে কেন রিয়াল মাদ্রিদেই আনচেলত্তি!

Date:

Share post:

ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন কার্লো আনচেলত্তি। গত জুলাইয়ে জানা গিয়েছিল, ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন এই ইতালিয়ান। কিন্তু ব্রাজিলকে এড়িয়ে গত শুক্রবার রিয়ালের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আনচেলত্তি। সেই আনচেলত্তি বললেন, রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে পেরে তিনি আনন্দিত।
গত ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হতেন আনচেলত্তি। কিন্তু ৬৪ বছর বয়সী কোচ রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে গতকাল বলেন, লা লিগায় মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল। বড়দিনের ছুটির পর আজ, বুধবার রাতে মাঠে ফিরবে মাদ্রিদের ক্লাবটি।

এই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ব্রাজিল ও রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আনচেলত্তি বলেন, ‘সবাই জানেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যে শ্রদ্ধা ও আগ্রহ তিনি দেখিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।’আনচেলত্তি এরপর ব্রাজিল বাদ দিয়ে রিয়ালের সঙ্গে চুক্তি নবিকরণের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘সবকিছু রিয়ালের জন্য ঝুলে ছিল। সাম্প্রতিক সময়ে এদনালদোও (সিবিএফের) সভাপতি পদে নেই। আর শেষ পর্যন্ত পার্থক্য হয়ে দাঁড়ায় ওই ব্যাপারটাই যেটা আমি চেয়েছি—রিয়ালে থেকে যাওয়া। আমি জানি না ২০২৬ সালে ব্রাজিল আমাকে চাইবে কি না এবং আমি এটাও জানি না তারা আমার সিদ্ধান্তে খুশি হবে কি না।’
প্রসঙ্গত, কোচ হিসেবে মোট চারবার চ্যাম্পিয়নস লিগ জয়ী আনচেলত্তি রিয়ালকে ইউরোপ সেরা করেছেন দুবার। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে ২০২৬ সালের পর থেকে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘২০২৬ সালে থাকব কি না, সেটা নির্ভর করছে আমার পারফরম্যান্সের ওপর। হয়তো থাকতেও পারি। আমি রিয়ালের কোচ হিসেবে ২০২৭ ও ২০২৮ সালেও চালিয়ে যেতে চাই। কারণ, এখানে আমি থাকতে চাই।’

গত বছরের ৭ ডিসেম্বর আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতির পদ থেকে এদনালদো রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয়। ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে আনচেলত্তিকে রাজি করানোর পেছনে মুখ্য ভূমিকা ছিল তাঁর। রদ্রিগেজের প্রস্থানের মধ্য দিয়ে আনচেলত্তির ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়াও অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ব্রাজিলে না গিয়ে রিয়ালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন আনচেলত্তি।

spot_img

Related articles

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রাখে হরি… থুড়ি স্বামী, মারে কে? সুন্দরবনে বাঘের মুখ থেকে স্ত্রীকে বাঁচানোর ‘গল্প’

রোজ রোজ পণের বা সন্দেহের বশে যেখানে স্বামীর অত্যাচারের শিকার বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তের গৃহবধূরা, সেখানে স্ত্রীর...

৫৬ দিনে সামশেরগঞ্জের ঘটনায় সাজা: কোন কোন তথ্য পেশ, স্পষ্ট করল পুলিশ

দেশে গণপিটুনি দ্বিতীয় সাজার নজরি রাখল বাংলার পুলিশ। রাজ্য পুলিশের একাধিক বিভাগের সমন্বয়ে মঙ্গলবার সামশেরগঞ্জের (Samsherganj) জাফরাবাদের গণপিটুনিতে...