সিট গঠন নয়, আদানি কেসে সেবিতেই আস্থা শীর্ষ আদালতের!

আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা শেয়ারে কারচুপির অভিযোগ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি ছিল আজ। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গোটা বিষয়টি খতিয়ে দেখার ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI) ওপরেই আস্থা বজায় রাখল। শুধু তাই নয়, হিন্ডেনবার্গ মামলায় সিট (SIT) তদন্তের নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)।

গত বছরই শেয়ার কারচুপির বিরাট অভিযোগ ওঠে আদানি গোষ্ঠীর সংস্থার বিরুদ্ধে। এই মামলায় সিট তদন্তের দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী বিশাল তিওয়ারি, এমএল শর্মা এবং কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর ও অনামিকা জয়সওয়াল।অভিযোগের ভিত্তিতেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া। নভেম্বরে মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আজ কোর্ট খুলতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) বেঞ্চের তরফে জানানো হয়, আদানি-হিন্ডেনবার্গ মামলায় সেবি-র তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত। নিয়ামক সংস্থাই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা শেয়ারে কারচুপির অভিযোগ খতিয়ে দেখবে। পাশাপাশি তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় গৌতম আদানি পোস্ট করে লেখেন, সত্যের জয় হল। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ২২টি মামলার মধ্যে ২০টিরই তদন্ত শেষ করেছে সেবি। তাই এই মামলার তদন্তভার অন্য কোনও সেন্ট্রাল ইনভেস্টিগেশন সংস্থাকে দেওয়ার প্রশ্নই ওঠে না, বলে মত সুপ্রিম আদালতের।

Previous articleযোগীরাজ্যে পুলিশ রক্ষকই ভক্ষক! দলিত মহিলাকে ধর্ষণ করে গলায় ফাঁস
Next articleব্রাজিলের ডাকে সাড়া না দিয়ে কেন রিয়াল মাদ্রিদেই আনচেলত্তি!