নতুন বছরের শুরুতেই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী

বছরের শুরুতেই আপার প্রাইমারি (Upper Primary) চাকরিপ্রার্থীদের (Job Candidates) জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার কলকাতার রাজপথে মিছিল করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। সেই বিষয়ে এদিন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু সাফ জানান, “পুরোটাই তো আদালতে আটকে আছে। আমরা কী করতে পারি! বিভিন্ন পর্ষদের আইনজীবীরা আদালতে আবেদন করছেন।”

পাশাপাশি আদালত থেকে শীঘ্রই এই জট ছাড়িয়ে আনা যাবে, বলেও যথেষ্ট আশাবাদী শিক্ষামন্ত্রী। ব্রাত্য বলেন, “যেদিন জট ছাড়াতে পারব, তার সাত দিনের মধ্যে আমরা নিয়োগ দেব।” উল্লেখ্য, রাজ্যে শিক্ষা ব্যবস্থায় নিয়োগ জট কাটাতে বদ্ধপরিকর শিক্ষা দফতর। আর সেকারণেই দফায় দফায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন খোদ শিক্ষামন্ত্রী। এই অবস্থায় শিক্ষামন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ন বলেই মনে করা হচ্ছে।

 

 

 

 

Previous articleবাতিল বিএড কলেজগুলির অনুমোদন ফেরানোর সিদ্ধান্ত! মানতে হবে বিশ্ববিদ্যালয়ের এই নিয়মগুলি
Next articleনিজের জন্মদিনের অনুষ্ঠানে চূড়ান্ত বি.শৃঙ্খলা! পরিস্থিতি সামলাতে পুলিশকে বি.স্ফোরক নির্দেশ শিন্ডের মন্ত্রীর