Saturday, January 31, 2026

ভারত জোড়ো ন্যায় যাত্রা: বাংলায় মেপে পা রাখছেন রাহুল

Date:

Share post:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) কর্মসূচি ‘ভারত ন্যায় যাত্রা’র সঙ্গে একটি শব্দ যুক্ত হয়ে এর নাম হয়েছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ (Bharat Jodo Naay Yaatra)। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কংগ্রেসের (Congress) সদর দফতরে এই কর্মসূচির রুটম্যাপও অনেকখানি পরিবর্তন হল। নতুন যাত্রা পথে বাংলায় মেপে পা রাখছেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, বাংলায় ৫ দিন চলবে এই কর্মসূচি। তবে যাত্রাপথে তৃণমূলের গড় হিসেবে পরিচিত দক্ষিণবঙ্গকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন রাহুল।

কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, মেঘালয়, অসম, ত্রিপুরা হয়ে বাংলায় ঢুকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। বাংলার ৫২৩ কিলোমিটার যাত্রা করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। বাংলায় ৫ দিনের সফরে তিনি ছুঁয়ে যাবেন সাত জেলা। জানা যাচ্ছে, কোচবিহার হয়ে বাংলায় ঢুকে শিলিগুড়ি, মালদহ হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদ এবং বীরভূম হয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাবেন তিনি। তবে দক্ষিণবঙ্গকে পুরোপুরি এড়িয়ে যাওয়ার কারণ হিসেবে কংগ্রেস সূত্রের খবর, মূলত যে এলাকায় কংগ্রেস লড়তে চাইছে, সেই এলাকার উপর দিয়েই যাবে রাহুলের যাত্রা। পাশাপাশি ইন্ডিয়া জোটের অঙ্কে বাংলায় যেহেতু তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়তে চলেছে কংগ্রেস, সেহেতু ঘাসফুলের গড়ে কর্মসূচি চালিয়ে সংঘাতের রাস্তা তৈরিতে একেবারেই আগ্রহী নয় দিল্লির হাইকমান্ড।

এদিকে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র যে রুট ম্যাপ বৃহস্পতিবার ঠিক করা হয়েছে সেখানে যুক্ত হচ্ছে আর একটি রাজ্য অরুণাচল প্রদেশ। প্রথমে ঠিক ছিল ৬৫ দিনের এই যাত্রা হবে ১৪ রাজ্যের উপর দিয়ে। এবার সেটা হবে ৬৬ দিন ও ১৫ রাজ্যের ১১০ টি জেলার উপর দিয়ে। আগে ঠিক হয়েছিল ৬ হাজার ২০০ কিলোমিটার যাত্রা করবেন রাহুল গান্ধী। এবার সেটা বেড়ে হয়েছে ৬ হাজার ৭১৩ কিলোমিটার। গোটা যাত্রায় মোট ১০০টি লোকসভা ছুঁয়ে যাবেন রাহুল। ৩৩৭টি লোকসভায় এর প্রভাব পড়বে। তবে এই যাত্রাপথে বাংলায় মেপে পা রাখতে চলেছেন রাহুল।

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...