Wednesday, November 12, 2025

প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ জিতে বোলারদের প্রশংসায় রোহিত

Date:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ড্র করল রোহিত শর্মার দল। আর এই জয়ের ফলে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক। ম্যাচ শেষে প্রশংসা করলেন বোলারদের। ম্যাচের পর মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরাহদের ভূয়সী প্রশংসা করলেন তিনি।

ম্যাচের পর রোহিত বলেন, “কেপটাউনে প্রথমবার জেতা দারুণ কৃতিত্ব। সেঞ্চুরিয়ানে যে ভুল করেছিলাম তার থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল। আমরা দারুণ ভাবে ফিরে এসেছি। বিশেষ করে বোলারেরা। ব্যাটারদের জন্য পরিস্থিতি কঠিন থাকলেও বোলারদের ঠিক জায়গায় বলতো করতে হবে। ওরা সেটাই করেছে এবং তার পুরস্কারও পেয়েছে। ব্যাটারেরাও নিজেদের কাজ করেছে এবং ১০০ রানের লিড নিয়েছে।” এরপর রোহিত বোলারদের প্রশংসা করে বলেন,” সিরাজের বোলিং খুব খুব স্পেশ্যাল আমাদের কাছে। বার বার এই জিনিস, এই স্পেল দেখা যায় না। আমরা সব কিছু খুব স্বভাবিক রাখতে চেয়েছিলাম। জানতাম, পিচই আমাদের হয়ে আসল কাজ করে দেবে। সেটাই হয়েছে। সিরাজ, বুমরাহ, মুকেশ, প্রসিদ্ধ প্রত্যেকে ভাল বল করেছে এবং একে অপরকে সাহায্য করেছে।”

এরপর রোহিত আরও বলেন, “গত ৪-৫ বছরে বিদেশে আমরা দারুণ খেলছি। ভারতের বাইরে যা খেলেছি তা গর্ব করার মতোই। এই সিরিজ অবশ্যই জিততে চেয়েছিলাম। কিন্তু এক বারে সব প্রত্যাশা তো পূরণ হয়। দক্ষিণ আফ্রিকা দারুণ দল। দারুণ খেলেছে ওরা। সেই কারণেই আমরা সিরিজ জিততে পারিনি।”

আরও পড়ুন-প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র ভারতের

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version