কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির ভর্ৎসনার পরেই টিটাগড়কাণ্ডে খুনের ধারা যুক্ত করল পুলিশ। গ্রেফতার হয়েছে সব অভিযুক্তকেই। আদালতে রিপোর্ট দিয়ে জানাল বারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpore Police Commissionerate)।
বাড়ির ভাড়া বাকি থাকায় চাইতে গিয়ে গত বছর জুনে খুন হন টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদব। ভাড়াটে-সহ তার পরিবারের বিরুদ্ধে ছাদ থেকে ফেলে, পিটিয়ে মারার অভিযোগ ওঠে। কিন্তু এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু সরাসরি খুনের ধারা যুক্ত করা হয়নি।
মামলা আদালতে ওঠায় মঙ্গলবার বারাকপুরে পুলিশ কমিশনার (Barrackpore Police Commissionerate) অলোক রাজোরিয়া এবং তদন্তকারী আধিকারিককে সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক। বুধবার তাঁরা উপস্থিত হতেই ভর্ৎসনা করেন বিচারপতি। বলেন, “ছাদ থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেওয়া হল, তারপর ফের তাঁকে পেটানো হল, এরপরেও খুনের ধারা যুক্ত করার মতো অপরাধ খুঁজেই পেল না পুলিশ।” এরপরেই তড়িঘড়ি খুনের ধারা রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।