Wednesday, August 27, 2025

কামারহাটিতে দিনেদুপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

Date:

Share post:

এবার দিনেদুপুরে প্রকাশ্যে শুটআউট।ঘটনাস্থল কামারহাটির ষষ্ঠীতলা।অভিযোগ, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা জানিয়েছেন, দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। সেসময় কাল্লু নামে এক তৃণমূল কর্মী সেখানে একটি দোকানে উপস্থিত ছিলেন। হঠাৎ তার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। তার পর সেখান থেকে চম্পট দেয়।
উপস্থিত স্থানীয়রা দ্রুত ওই গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে বেসরকারি হাসপাতালে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, তাকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।জানা গিয়েছে, কাল্লুর হাতে ও পায়ে গুলি লেগেছে। বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে নেপথ্যে কারা আছে, সেটা খুঁজে বের করার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১৩ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ কাল্লু ওরফে আসিফ এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। কী কারণে তাঁর উপর এই হামলা, তা এখনও কিছু বোঝা যায়নি।দিনে দুপুরে এই ঘটনার পর ষষ্ঠীতলা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এলাকার তৃণমূল নেতৃত্ব এই ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছেন। যদিও বিজেপি নেতৃত্ব এর দায় স্বীকার করেনি।

spot_img

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...