এবার দিনেদুপুরে প্রকাশ্যে শুটআউট।ঘটনাস্থল কামারহাটির ষষ্ঠীতলা।অভিযোগ, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা জানিয়েছেন, দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। সেসময় কাল্লু নামে এক তৃণমূল কর্মী সেখানে একটি দোকানে উপস্থিত ছিলেন। হঠাৎ তার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। তার পর সেখান থেকে চম্পট দেয়।
উপস্থিত স্থানীয়রা দ্রুত ওই গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে বেসরকারি হাসপাতালে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, তাকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।জানা গিয়েছে, কাল্লুর হাতে ও পায়ে গুলি লেগেছে। বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে নেপথ্যে কারা আছে, সেটা খুঁজে বের করার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১৩ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ কাল্লু ওরফে আসিফ এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। কী কারণে তাঁর উপর এই হামলা, তা এখনও কিছু বোঝা যায়নি।দিনে দুপুরে এই ঘটনার পর ষষ্ঠীতলা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এলাকার তৃণমূল নেতৃত্ব এই ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছেন। যদিও বিজেপি নেতৃত্ব এর দায় স্বীকার করেনি।
