Saturday, January 10, 2026

আম্বানিকে টেক্কা আদানির, বিশ্বসেরা ধনীর প্রথম ১৫-তে ভারতের ২

Date:

Share post:

দেশে সবথেকে ধনবান কে? শুক্রবারের পরে এই উত্তরটাও বদলে গেল। সময়টা ভালোই যাচ্ছে গৌতম আদানির (Gautam Adani)। দেশের সবচেয়ে বিত্তশালী হওয়ার দৌড়ে মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পিছনে ফেলে এক নম্বরে উঠে এলেন গৌতম আদানি। এমনকি বিশ্বের প্রথম ১৫ জন শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তালিকাতেও নিয়ে নিলেন এন্ট্রি।

সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে সেবি ছাড়া অন্য কোনও সংস্থার হাতে আর্থিক দুর্নীতি মামলা যাওয়া বিষয়টি রদ হয়। আর সুপ্রিম কোর্টের এই রায় আসার পর থেকেই বাজারে আদানির শেয়ার ঊর্ধ্বমুখী। তারপরেই বছরের শুরুতে দেশের সেরা ধনবানকে টপকে যাওয়ার স্বীকৃতি। শুক্রবারই প্রকাশিত হয় ব্লুমবার্গ বিলিয়নিয়স ইনডেক্স (Bloomberg Billionaires Index)। আর তাতেই দেখা যায় বিশ্বের ধনীদের তালিকার ১২ নম্বরে রয়েছেন গৌতম আদানি। শুধুমাত্র ভারতের না, এশিয়ার সর্বাপেক্ষা ধনবান হিসাবেও এটা তাঁর স্বীকৃতি।

ডিসেম্বরে ব্লুমবার্গ ধনবানের যে তালিকা প্রকাশ করেছিল তাতে ১৬ নম্বরে ছিলেন মুকেশ আম্বানি। বছর শেষে সেটাই ছিল ভারতীয় হিসাবে তাঁর সেরা অবস্থান। তবে জানুয়ারিতেই তাঁকে টপকে গেলেন আদানি। তবে তাঁদের সম্পদের পরিমাণে খুব বেশি তফাৎ নেই। আম্বানির থেকে ০.৬ বিলিয়ন সম্পদ বেশি রয়েছে গৌতম আদানির। দুই ভারতীয় ব্যবসায়ীর সম্পদের পরিমাণই বেড়েছে এই সময়ের মধ্যে। আম্বানির সম্পত্তি যেখানে ৬৬৫ মিলিয়ন বেড়েছে, আদানির সম্পত্তি বেড়েছে ১৩.৩ বিলিয়ন। আর এক লাফে এতটা বেড়ে যাওয়ায় সরাসরি ১৫ জনের মধ্যে ঢুকে পড়েন আদানি। গত বছরের শেষটা আম্বানির হলেও বছরের শুরুটা আদানির হাতেই যেতে চলেছে, এমনটাই এর থেকে হয়তো সংকেত পাওয়া যাচ্ছে।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...