Tuesday, November 25, 2025

আম্বানিকে টেক্কা আদানির, বিশ্বসেরা ধনীর প্রথম ১৫-তে ভারতের ২

Date:

Share post:

দেশে সবথেকে ধনবান কে? শুক্রবারের পরে এই উত্তরটাও বদলে গেল। সময়টা ভালোই যাচ্ছে গৌতম আদানির (Gautam Adani)। দেশের সবচেয়ে বিত্তশালী হওয়ার দৌড়ে মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পিছনে ফেলে এক নম্বরে উঠে এলেন গৌতম আদানি। এমনকি বিশ্বের প্রথম ১৫ জন শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তালিকাতেও নিয়ে নিলেন এন্ট্রি।

সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে সেবি ছাড়া অন্য কোনও সংস্থার হাতে আর্থিক দুর্নীতি মামলা যাওয়া বিষয়টি রদ হয়। আর সুপ্রিম কোর্টের এই রায় আসার পর থেকেই বাজারে আদানির শেয়ার ঊর্ধ্বমুখী। তারপরেই বছরের শুরুতে দেশের সেরা ধনবানকে টপকে যাওয়ার স্বীকৃতি। শুক্রবারই প্রকাশিত হয় ব্লুমবার্গ বিলিয়নিয়স ইনডেক্স (Bloomberg Billionaires Index)। আর তাতেই দেখা যায় বিশ্বের ধনীদের তালিকার ১২ নম্বরে রয়েছেন গৌতম আদানি। শুধুমাত্র ভারতের না, এশিয়ার সর্বাপেক্ষা ধনবান হিসাবেও এটা তাঁর স্বীকৃতি।

ডিসেম্বরে ব্লুমবার্গ ধনবানের যে তালিকা প্রকাশ করেছিল তাতে ১৬ নম্বরে ছিলেন মুকেশ আম্বানি। বছর শেষে সেটাই ছিল ভারতীয় হিসাবে তাঁর সেরা অবস্থান। তবে জানুয়ারিতেই তাঁকে টপকে গেলেন আদানি। তবে তাঁদের সম্পদের পরিমাণে খুব বেশি তফাৎ নেই। আম্বানির থেকে ০.৬ বিলিয়ন সম্পদ বেশি রয়েছে গৌতম আদানির। দুই ভারতীয় ব্যবসায়ীর সম্পদের পরিমাণই বেড়েছে এই সময়ের মধ্যে। আম্বানির সম্পত্তি যেখানে ৬৬৫ মিলিয়ন বেড়েছে, আদানির সম্পত্তি বেড়েছে ১৩.৩ বিলিয়ন। আর এক লাফে এতটা বেড়ে যাওয়ায় সরাসরি ১৫ জনের মধ্যে ঢুকে পড়েন আদানি। গত বছরের শেষটা আম্বানির হলেও বছরের শুরুটা আদানির হাতেই যেতে চলেছে, এমনটাই এর থেকে হয়তো সংকেত পাওয়া যাচ্ছে।

spot_img

Related articles

টেস্টে গুরু গম্ভীরকে নিয়ে ভাবতে হবে বিসিসিআইকে, বিকল্প হতে পারেন কারা?

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়াই দিনে হারের পর গুয়াহাটিতেও প্রবল চাপের মুখে ভারত। শুধু বিদেশের মাঠে নয় গৌতম...

মমতার একের পর এক পত্রাঘাত! তৃণমূল সুপ্রিমোর ঠিকানায় জবাবি চিঠি নির্বাচন কমিশনের

SIR নিয়ে একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ডিজিটাল যুগেও অটুট সুপারম্যানের জনপ্রিয়তা, নিলামে দুষ্প্রাপ্য কমিকস বইয়ের দাম ৮১ কোটি!

প্রতিমুহূর্তে বদলে যাওয়া পৃথিবীতে পড়ার থেকে দেখার প্রতি আকর্ষণ বাড়ছে আট থেকে আশি সকলের। সেখানে দাঁড়িয়ে একটা কমিকস...

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ হিলিয়ে দেব: হুঙ্কার মমতার

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ (India) হিলিয়ে দেব- বনগাঁয় SIR নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর...