Tuesday, December 16, 2025

আম্বানিকে টেক্কা আদানির, বিশ্বসেরা ধনীর প্রথম ১৫-তে ভারতের ২

Date:

দেশে সবথেকে ধনবান কে? শুক্রবারের পরে এই উত্তরটাও বদলে গেল। সময়টা ভালোই যাচ্ছে গৌতম আদানির (Gautam Adani)। দেশের সবচেয়ে বিত্তশালী হওয়ার দৌড়ে মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পিছনে ফেলে এক নম্বরে উঠে এলেন গৌতম আদানি। এমনকি বিশ্বের প্রথম ১৫ জন শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তালিকাতেও নিয়ে নিলেন এন্ট্রি।

সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে সেবি ছাড়া অন্য কোনও সংস্থার হাতে আর্থিক দুর্নীতি মামলা যাওয়া বিষয়টি রদ হয়। আর সুপ্রিম কোর্টের এই রায় আসার পর থেকেই বাজারে আদানির শেয়ার ঊর্ধ্বমুখী। তারপরেই বছরের শুরুতে দেশের সেরা ধনবানকে টপকে যাওয়ার স্বীকৃতি। শুক্রবারই প্রকাশিত হয় ব্লুমবার্গ বিলিয়নিয়স ইনডেক্স (Bloomberg Billionaires Index)। আর তাতেই দেখা যায় বিশ্বের ধনীদের তালিকার ১২ নম্বরে রয়েছেন গৌতম আদানি। শুধুমাত্র ভারতের না, এশিয়ার সর্বাপেক্ষা ধনবান হিসাবেও এটা তাঁর স্বীকৃতি।

ডিসেম্বরে ব্লুমবার্গ ধনবানের যে তালিকা প্রকাশ করেছিল তাতে ১৬ নম্বরে ছিলেন মুকেশ আম্বানি। বছর শেষে সেটাই ছিল ভারতীয় হিসাবে তাঁর সেরা অবস্থান। তবে জানুয়ারিতেই তাঁকে টপকে গেলেন আদানি। তবে তাঁদের সম্পদের পরিমাণে খুব বেশি তফাৎ নেই। আম্বানির থেকে ০.৬ বিলিয়ন সম্পদ বেশি রয়েছে গৌতম আদানির। দুই ভারতীয় ব্যবসায়ীর সম্পদের পরিমাণই বেড়েছে এই সময়ের মধ্যে। আম্বানির সম্পত্তি যেখানে ৬৬৫ মিলিয়ন বেড়েছে, আদানির সম্পত্তি বেড়েছে ১৩.৩ বিলিয়ন। আর এক লাফে এতটা বেড়ে যাওয়ায় সরাসরি ১৫ জনের মধ্যে ঢুকে পড়েন আদানি। গত বছরের শেষটা আম্বানির হলেও বছরের শুরুটা আদানির হাতেই যেতে চলেছে, এমনটাই এর থেকে হয়তো সংকেত পাওয়া যাচ্ছে।

Related articles

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপে আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...
Exit mobile version