উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় খাদ্য সরবরাহ অফিসে হানা দিল এনআইএ।মানব পাচার মামলার তদন্তে গাইঘাটার পাশাপাশি হাবড়া-সহ আরও কয়েকটি জায়গায় এনআইএ আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন। জানা গিয়েছে, গত ৮ নভেম্বর গাইঘাটার আনন্দপাড়ায় একটি ভাড়াবাড়ি থেকে বিকাশ হালদার নামে এক ব্যক্তি গ্রেফতার হন। এর আগে গত নভেম্বরে গাইঘাটার ঠাকুরনগরে এনআইএয়ের কয়েক জন আধিকারিক বিকাশের ভাড়া বাড়িতে হানা দিয়েছিলেন।সেদিন পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন ইডির আধিকারিকরা। বিকাশের স্ত্রী ঝর্ণা সরকার এবং তাঁদের বছর দশেকের মেয়ে থাকেন ওই বাড়িতে। সেখানে কয়েক ঘণ্টার তল্লাশি হয়। বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
বিকাশের স্ত্রী জানান, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তাঁরা। মূলত চিকিৎসা করানোর জন্যই ভারতে আসেন। কিন্তু তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশে ফিরতে পারেননি। তখন থেকে এখানে ভাড়া রয়েছেন।