Monday, August 25, 2025

“মুখেই ‘গ্যারান্টির বুলি’, বেশি গুরুত্ব পায় গ.রু-গো.মূত্র”! মোদিকে তো.প শরদ পাওয়ারের

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যা গ্যারান্টি (Guaranty) দেন তার বেশিরভাগই অপূর্ণ থেকে যায়। তার থেকে বেশি গুরুত্ব পায় গরু এবং গোমূত্র। মহারাষ্ট্রের (Mahatashtra) আহমেদনগর (Ahmednagar) জেলার শিরডিতে কর্মী শিবিরের যোগ দিয়ে এমনি মন্তব্য করলেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার (Sharad Pawar)। এনসিপি নেতা (NCP) এদিন আরও বলেন, ২০১৬-২০১৭ সালে, প্রধানমন্ত্রী বলেছিলেন ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে। এখন আমরা ২০২৪ সালে এসে পৌঁছলেও কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। এরপরই পাওয়ার বলেন, মোদি শুধুমাত্র গ্যারান্টির বীণা বাজান। কিন্তু সেগুলো পূরণের সাধ হয় না।

এনসিপি নেতার আরও অভিযোগ, মোদি খুব কমই সংসদে আসেন কিন্তু তিনি যখন আসেন, তখন তিনি সরকারি নীতি সম্পর্কে লম্বা লম্বা দাবি করে সাংসদদের শুধুমাত্র বিচলিত করেন। যদিও  প্রধানমন্ত্রী মোদি খুব কমই সংসদে আসেন। আর সংসদে এলেই যখন তিনি সরকারের নীতিগুলি সামনে রাখেন, তখন সেগুলি সাংসদদের কথা বলার শব্দটুকু কেঁড়ে নেয়। পাওয়ারের অভিযোগ, বিজেপি একটি আক্রমণাত্মক প্রচার যন্ত্র তৈরি করেছে। এটা জার্মানিতে হিটলারের মতোই। বৃহস্পতিবারের এই শিবিরে উপস্থিত ছিলেন এনসিপির কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে, রাজ্য দলের সভাপতি জয়ন্ত পাতিল-সহ বিশিষ্টরা।

এছাড়া দক্ষিণ ভারত থেকে বিজেপির নাম মুছে যাবে বলে দাবি করে শরদ জানান, আমাদের বারবার বলা হচ্ছে যে বিজেপি ৪০০ টি আসন জিতবে। কিন্তু দক্ষিণ ভারতের দিকে তাকালে দেখা যায় বিজেপি কোথাও নেই… কেরালা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক, এছাড়া পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পাঞ্জাব, দিল্লি হোক, বিজেপি ক্ষমতায় নেই।

 

 

 

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version